ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিশেষ ক্ষমতা আইনে মামলা

খালেদা জিয়ার আবেদনের ওপর পুনরায় শুনানি ১৫ জুলাই

প্রকাশিত: ০৫:৪৬, ১১ জুলাই ২০১৮

খালেদা জিয়ার আবেদনের ওপর পুনরায় শুনানি ১৫ জুলাই

স্টাফ রিপোর্টার ॥ বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এক মামলা বাতিল ও জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্টে পুনরায় শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ১৭ জুলাই পর্যন্ত জামিন দিয়েছে আদালত। অবৈধ সম্পদ অর্জনে দুর্নীতি অভিযোগে আপীল বিভাগের সাবেক বিচারপতি মোঃ জয়নুল আবেদীনকে হাইকোর্টের দেয়া আগাম জামিন বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায় ঘোষণার জন্য আগামী ১৭ জুলাই দিন নির্ধারণ করেছে হাইকোর্ট। সাতক্ষীরার আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম শাহনেওয়াজ ডালিমের পদ কেন বাতিল করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। অন্যদিকে বিনা দোষে হত্যা মামলায় আসামি হয়ে ভারতের দিল্লীর তিহার জেলে প্রায় ১০ বছর ধরে বন্দী ছিলেন বাদল ফরাজী । তাকে বাংলাদেশে আনার পর মুক্তির জন্য দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে মঙ্গলবার । আদেশের জন্য আজ বুধবার দিন ধার্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চ ও বিচারিক আদালত এ আদেশগুলো প্রদান করেছে। বিস্ফোরকদ্রব্য সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনে কুমিল্লার চৌদ্দগ্রাম থানায় দায়ের করা এক মামলা বাতিল ও জামিন চেয়ে খালেদা জিয়ার করা আবেদনের ওপর হাইকোর্টে পুনরায় শুনানির জন্য আগামী ১৫ জুলাই দিন ধার্য করেছে হাইকোর্ট। কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নাশকতার অভিযোগে দায়ের করা ওই মামলার পরপর তিনদিনের শুনানি শেষে মঙ্গলবার বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও আমিনুল হক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×