ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বোকামির দণ্ড

প্রকাশিত: ০৬:৩৩, ১৩ মে ২০১৮

বোকামির দণ্ড

রাশিয়ার ক্রাসনোদার সেন্ট্রাল রেল স্টেশনে এক নারী ট্রেনে ওঠার সময় তার হাত থেকে ব্যাগ ছিনিয়ে নেয় চোর। সঙ্গে সঙ্গে ওই নারী শহর পুলিশ কর্তৃপক্ষের কাছে চুরির অভিযোগ করেন। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী পুলিশ খুব সহজেই চোরকে ধরে ফেলে। কারণ ওই চোর রং মেখে চুরি করলেও পরবর্তী সময়ে সে রং পরিষ্কার করেনি। চোরটি তার এই বোকামির জন্য ধরা পড়ে যায়।-ওয়েবসাইট পুরো একজন নায়ক ফেসবুক প্রধান মার্ক জাকারবার্গকে ‘পুরো একজন নায়ক’ হিসেবে আখ্যা দিয়েছেন প্রযুক্তিখাতের বিনিয়োগকারী টিম ড্র্যাপার। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র সরকার ‘ফেসবুককে নিচে নামানোর চেষ্টা চালাচ্ছে’ বলেও মন্তব্য করেন এই মার্কিনী। ‘আমি মনে করি এটি একটি বিশাল ভুল, কারণ জাকারবার্গ একজন মডেল, একজন আইকন, এমন একজন যার মতো আমাদের সবার হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি’। -সিএনবিসি
×