ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

২০ বছর অতিক্রম করল এ্যাপলের আইম্যাক

প্রকাশিত: ০৬:২৮, ৮ মে ২০১৮

২০ বছর অতিক্রম করল এ্যাপলের আইম্যাক

রবিবার ২০ বছর পেরিয়েছে এ্যাপলের আইম্যাক। টুইট বার্তায় দিনটি উদ্যাপন করেছেন প্রতিষ্ঠান প্রধান টিম কুক। ১৯৯৮ সালের ৬ মে প্রথম আইম্যাক উন্মোচন করেন সহ-প্রতিষ্ঠাতা ও সে সময়ের এ্যাপল প্রধান স্টিভ জবস। প্রথম আইম্যাকটি ছিল সে সময়কার অন্যান্য কম্পিউটারের চেয়ে আলাদা। ‘অল-ইন-ওয়ান’ আইম্যাকটিতে স্বচ্ছ রঙিন ডিম্বাকার বাক্সে একসঙ্গে রাখা হয়েছিল একটি সিআরটি মনিটর, মাদারবোর্ড এবং সিডি-রম ড্রাইভ। অন্যদিকে প্রচলিত কম্পিউটারগুলোতে তখন আলাদা মনিটরের সঙ্গে যুক্ত করতে হতো ডেস্কটপ টাওয়ার। ২৩৩ মেগাহার্টজ পাওয়ারপিসি প্রসেসরের সঙ্গে চার গিগাবাইট হার্ড ড্রাইভ ছিল প্রথম আইম্যাকে। সে সময় কম্পিউটারটির বাজার মূল্য ছিল ১২৯৯ মার্কিন ডলার। মে মাসে উন্মোচন করা হলেও আগস্টে বাজারে আসে এটি। মূল আইম্যাকটি দিয়ে প্রথমবার একসঙ্গে বড় পরিসরে কাজ শুরু করেন স্টিভ জবস এবং এ্যাপলের প্রধান নক্সাকারী জনি আইভ। -অর্থনৈতিক রিপোর্টার
×