ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

অতনু রায়

বর্ণিল উৎসবে ৯০তম অস্কার

প্রকাশিত: ০৬:৩৬, ৮ মার্চ ২০১৮

বর্ণিল উৎসবে ৯০তম অস্কার

নকলের অভিযোগ ছাপিয়ে, জলদানব ও মানবীর অনবদ্য প্রেমকাহিনী- ‘দ্য সেপ অব ওয়াটার’ ছবিটির ঘরে এবারের অস্কার পুরস্কার। ১৩টি বিভাগে মনোনয়ন পাওয়া মেক্সিকান নির্মাতা ‘গিয়েরমো দেল তোরো’ এর নির্মিত চলচ্চিত্রটি চারটি বিভাগে অস্কার জয় করেছে। মেক্সিকান এই নির্মাতা ও তাঁর সৃষ্টির জয় জয়কার হওয়ায় মেক্সিকোতে চলছে উল্লাস। সেরা নির্মাতা হিসেবে জয় করে নিয়েছেন এবারের সেরা পরিচালকের এ্যাওয়ার্ডটি। পাশাপাশি সেরা আবহসঙ্গীত ও সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কারও এখন এই চলচ্চিত্রের ঘরে। মানবী এবং জলদানবের অদ্ভুত কিন্তু অনবদ্য প্রেমকাহিনীর জন্য ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল ছবিটি। এদিকে ব্রিটিশ অভিনেতা ‘গ্যারি ওল্ডম্যানকে’ নিয়ে ব্রিটেনের গণমাধ্যমে চলছে উচ্ছ্বাসের হাওয়া। ‘ডার্কেস্ট আওয়ার’ ছবিতে উইনস্টন চার্চিলের চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা হিসেবে অস্কার জিতেছেন এই অভিনেতা। গত রবিবার স্থানীয় সময় রাত আটটায় (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টায়) যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস এ্যাঞ্জেলসের ‘ডলবি থিয়েটারে’ শুরু হয় ৯০তম এই একাডেমি এ্যাওয়ার্ড অনুষ্ঠান। দ্বিতীয়বারের মতো এবারের অস্কার সঞ্চালনা করেছেন জিমি কিমেল। অনুষ্ঠান দেখতে আসা হলিউড তারকা ও দর্শকের মুখে হাসি ফুটিয়েছে তার কৌতুক দিয়ে। চারটি এ্যাওয়ার্ড জেতা ‘দ্য স্পে অব ওয়াটারের পরেই রয়েছে, ক্রিস্টোফার নোলানের ‘ডানকার্ক’ ছবিটি। জিতেছে তিনটি পুরস্কার। অবশ্য তিনটিই সম্পাদনা, শব্দনিয়ন্ত্রণ ও শব্দ সম্পাদনার মতো কারিগরি বিভাগে। চলচ্চিত্র বোদ্ধাসহ বিভিন্ন মহলে প্রশংসিত দুটি ছবি ‘থ্রি বিলবোর্ডস’ আউটমাইড এবিং’, ‘মিসৌরি’ জিতেছে দুটো অস্কার। ‘ব্লেড রানার ২০৪৯’, ‘কোকো’ ও ‘ডার্কেস্ট আওয়ার’ও জিতে নিয়েছে দুটো করে অস্কার। এবারের অস্কার আয়োজন ছিল বছরের অন্যান্য পুরস্কার অনুষ্ঠান থেকে ভিন্ন ধাঁচের। প্রতিবারের মতো বিজয়ীরাই ছিল এই আসরের মূল আকর্ষণ। ‘দ্য গ্রেটেস্ট সোম্যান’ ছবির গান ‘দিস ইজ মি’ মনোনয়ন পেলেও অস্কার ঘরে তুলতে পারেনি। তবে কিয়ালা সেটেলের পরিবেশনায় এবারের অনুষ্ঠানে গানটি মিলনায়তন ভর্তি দর্শক ও শিল্পীদের মনে ঠিকই মনোরঞ্জন করেছে। অস্কারের এবারের অনুষ্ঠানে সেরা অভিনেতা ও সেরা অভিনেত্রীর পুরস্কার। দেয়ার আগে সদ্য প্রয়াত বলিউড অভিনেত্রী শ্রীদেবীকে স্মরণ করা হয় শ্রদ্ধাভারে। এবারের অস্কারে আরেকটি চমকপ্রদ খবর ছিল ৮৯ বছরের অভিনেতা ‘জেমস আইভরি’র অস্কার জয়। ‘কল মি কই ইয়োর নেম’ ছবির জন্য অ্যাজস্টেড স্ক্রিন প্লে বিভাগের অস্কার পুরস্কারটি ঘরে তুলেন এই বয়োবৃদ্ধ অভিনেতা। তিনবার অস্কারে মনোনয়ন পেলেও খালি হাতেই ফিরতে হয়েছিল তাঁকে। সেই অপেক্ষার পালা এবার শেষ হলো। রঙিন পোশাকে উপস্থিত তারকারা বর্ণবৈষম্য, নারী-পুরুষের ক্ষমতায়ন বৈষম্য, যুক্তরাষ্ট্রের অস্ত্র আইনের কঠোরতা এবং ইদানীংকালের সবচেয়ে আলোচিত বিষয় তারকাদের যৌন হয়রানি নিয়ে কথা বললেও অস্কারের আমেজকে সমুন্নত রেখেছেন তাঁরা। গোল্ডেন গ্লোব কিংবা গ্যামিতে পোশাক-প্রতিবাদ টাইমস আপ দিন যেন বিজয়ীদের চেয়ে বেশি আলোড়ন তুলেছিল। কিন্তু এবারের অস্কার যেন পরিমিত প্রতিবাদ অনুষ্ঠানের স্বকীয়তাকে ছাপিয়ে যেতে পারেনি। বিজয় এবং বিজয়ীর উল্লাসই যেন ছিল অনুষ্ঠানের প্রাণবিন্দু।
×