ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

নিদাহাস ট্রফি- ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

প্রকাশিত: ০৮:২৬, ৭ মার্চ ২০১৮

নিদাহাস ট্রফি- ভারতকে হারিয়ে শ্রীলঙ্কার শুভসূচনা

শাকিল আহমেদ মিরাজ ॥ নিদাহাস টি২০ ট্রফিতে শুভসূচনা করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। মঙ্গলবার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতকে ৫ উইকেটে হারিয়েছে দিনেশ চান্দিমালের দল। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রানের চ্যালেঞ্জিং স্কোরই গড়েছিল রোহিত শর্মার দল। কিন্তু কুশল পেরেরার ঝড়ো হাফ সেঞ্চুরি ও সঙ্গীদের ছোট ছোট কয়েকটি কার্যকর ইনিংসে ভর করে ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দিনেশ চান্দিমালের শ্রীলঙ্কা। মাত্র ৩৭ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে কুশল পেরেরাই পার্থক্য গড়ে দেন। শেষ দিকে ১০ বলে ২২ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন অভিজ্ঞ থিসারা পেরেরা। ভারতের হয়ে দুটি করে উইকেট নেন ওয়াশিংটন সুন্দর ও যুবেন্দ্র চাহাল। এর আগে প্রেমাদাসা স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বেশ বিপদে পড়ে ভারত। প্রথম ওভারে দলীয় ১ রানেই প্যাভিলিয়নের পথ ধরেন অধিনায়ক রোহিত শর্মা (০)। দুষ্মান্থ চামিরার বলে মিড অফ থেকে পেছনে দৌড়ে গিয়ে অসাধারণ ক্যাচ নেন জীবন মেন্ডিস। পরের ওভারেই দলীয় ৯ রানে নুয়ান প্রদীপের বলে বোল্ড হয়ে সাজঘরে ‘টি২০ স্পেশালিস্ট’ খ্যাত সুরেশ রায়না (১)। ২ ওভারের মধ্যে স্কোর বোর্ডে ৯ রান তুলতেই টপ-অর্ডারের ২ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ভারতের হাল ধরেন শিখর ধাওয়ান এবং মানীষ পাণ্ডে। শুরু হয় ধাওয়ান-ধামাকা। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও দুর্দান্ত এক ইনিংস উপহার দেন এই ন্যাটা ওপেনার। অপর প্রান্তে বলের সঙ্গে পাল্লা দিয়ে ধাওয়ানকে সঙ্গ দিয়ে যান মানীষ। জীবন মেন্ডিসের বলে মনীষ পাণ্ডে (৩৭) গুনাথিলাকার তালুবন্দি হলে ভাঙ্গে দু-জনের ৯৫ রানের দুর্দান্ত জুটি। অন্যদিকে টর্নেডো ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন ধাওয়ান। তবে সেঞ্চুরির কাছাকাছি গিয়ে হতাশ হতে হয় তাকে। ৪৯ বলে ৬ চার ৬ ছক্কায় ৯০ রানের ইনিংসটি থামে গুনাথিলাকার বলে পেরেরার হাতে ক্যাচ হয়ে। ইনিংসের শেষ বলে চামিরার শিকারে পরিণত হন ঋষভ পন্থ (২৩)। ৫ উইকেটে ১৭৪ রানে থামে ভারতের সংগ্রহ। টুর্নামেন্টে বলতে গেলে দ্বিতীয় সারির দল পাঠিয়েছে ভারত। নেই নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি, সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, হারদিক পাণ্ডিয়ার মতো তারকারা। অন্যদিকে ইনজুরি আক্রান্ত এ্যাঞ্জেলো ম্যাথুজের জায়গায় লঙ্কান দলকে নেতৃত্ব দিচ্ছেন চান্দিমাল। বাংলাদেশ সফরেও তার ওপরেই ছিল নেতৃত্বভার। উপুল থারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, থিসারা পেরেরা, কুশল পেরেরা, আকিলা ধনাঞ্জয়াদের নিয়ে ঘরের মাটিতে নিদাহাস ট্রফিতে সবচেয়ে ব্যালান্সড দল শ্রীলঙ্কাই। উল্লেখ্য, লঙ্কানদের স্বাধিনতা দিবস উপলক্ষে আয়োজক ত্রিদেশীয় এই টি২০ টুর্নামেন্টের অপর দল বাংলাদেশ। সংক্ষিপ্ত স্কোর ॥ ভারত ১৭৪/৫ (২০ ওভার; রোহিত ০, ধাওয়ান ৯০, রায়না ১, মানীষ পা-ে ৩৭, পন্থ ২৩, কার্তিক ১৩*; চামিরা ২/৩৩, ফার্নান্ডো ১/৩৮, জীবন মেন্ডিস ১/২১, গুনাথিলাকা ১/১৬) শ্রীলঙ্কা ১৭৫/৫ (১৮.৩ ওভার; গুনাথিলাকা ১৯, কুশল মেন্ডিস ১১, কুশল পেরেরা ৬৬, চান্দিমাল ১৪, থারাঙ্গা ১৭, শানাকা ১৫*, থিসারা পেরেরা ২২*; ওয়াশিংটন ২/২৮, চাহাল ২/৩৭) ফল ॥ শ্রীলঙ্কা ৫ উইকেটে জয়ী
×