ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টেকনাফে ইলিশের ছড়াছড়ি

প্রকাশিত: ০৪:২৮, ৮ ফেব্রুয়ারি ২০১৮

টেকনাফে ইলিশের ছড়াছড়ি

এইচএম এরশাদ, কক্সবাজার ॥ আল্লাহর দান-প্রাকৃতিক সম্পদ। ফুরিয়ে যাওয়ার নয়। প্রতিদিন জেলেদের জালে শত শত মণ ধরা পড়ছে। বিক্রি শেষে একই জেলেরা পরদিন গেলেও পাচ্ছে ট্রলার ভর্তি ইলিশ মাছ। বঙ্গোপসাগর এ যেন মাছের ভা-ার। শুধু বঙ্গোপসাগরে নয়, নাফ নদীতেও জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। গত সোমবার থেকে তিন দিন ধরে টেকনাফের জেলেপাড়ায় হাসির বন্যা বয়ে চলছে। ইলিশের চালান বিক্রি ও তাড়াতাড়ি খালাস করতে জেলে ও ব্যবসায়ীরা দারুণ কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। সরবরাহকারী ব্যবসায়ীরা টেকনাফ বাজার থেকে কিনে ট্রাক ভর্তি করে প্রতিদিন শত শত মণ ইলিশ নিয়ে যাচ্ছে কক্সবাজার, চট্টগ্রাম, ঢাকাসহ বিভিন্ন জেলার বাজার ও মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। শীত মৌসুমের শেষভাগে এসে হঠাৎ রেকর্ড পরিমাণ ইলিশ প্রাপ্তিতে জেলেরা খুশিতে আত্মহারা।টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে শীত মৌসুমের শুরুতে ইলিশ মাছ ধরা না পড়লেও প্রাকৃতিক কারণে এবারে ইলিশের মৌসুম একটু দেরিতে শুরু হয়েছে। জেলেদের জালে এখন প্রচুর ইলিশ ধরা পড়ছে। সবকিছু ঠিক থাকলে এবারেও ইলিশের লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে।
×