ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নিষ্পত্তির জন্য কমিটি গঠন

বিমান চাচ্ছে হজ ফ্লাইটে ভাড়া বাড়াতে-মানতে নারাজ হাব

প্রকাশিত: ০৬:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৮

বিমান চাচ্ছে হজ ফ্লাইটে ভাড়া বাড়াতে-মানতে নারাজ হাব

আজাদ সুলায়মান ॥ হজফ্লাইটে ভাড়া নিয়ে হাবের সঙ্গে বিরোধ দেখা দিয়েছে বিমানের। বিমান চাচ্ছে ভাড়া বাড়াতে-হাব তা মানতে নারাজ। উভয়পক্ষই নিজ নিজ যুক্তিতে অনড়। যে কারণে গত পরশু দিনের বৈঠকে এ বিষয়ে কোন ফয়সালা হয়নি। মন্ত্রণালয় বাধ্য হয়ে বিষয়টি উভয়ের সম্মতিতে নিষ্পত্তি করার জন্য বিমানের চেয়ারম্যানকে প্রধান করে একটি কমিটি গঠন করেছে। আগামী ৭ কর্মদিবসের মধ্যে এ কমিটির প্রতিবেদনের পরই হজযাত্রীদের ভাড়া চূড়ান্ত করা হবে। তবে বিমান সূত্র জানিয়েছেÑ হাব যতই আপত্তি করুক না কেন, এবার ভাড়া বাড়ছে জনপ্রতি কমপক্ষে ১শ’ ডলার, অর্থাৎ ৮ হাজার টাকা। ভাড়া বাড়ানোর যৌক্তিক কারণ হিসেবে বিমান উল্লেখ করছে- তেলের দাম বেড়েছে, ভ্যাট বেড়েছে, হ্যান্ডলিং চার্জ বেড়েছে আরও অন্যান্য আনুষঙ্গিকতা রয়েছে যা ব্যয়সাপেক্ষ। এ সব বিবেচনায় নিয়েই এবার ভাড়া বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এ যুক্তি বা কারণ হাব কিছুতেই অস্বীকার করতে পারবে না। যদিও হাব মহাসচিব শাহাদত হোসেন তসলিম বলেছেন, বিমানের এসব যুক্তি এবার আর ধোপে টিকবে না। যখন তেলের দাম কম ছিল তখনও বিমান ভাড়া বাড়িয়েছে। তারপর হঠাৎ তেলের দাম বেড়েছে, আবার কমেছে, আবার বেড়েছে। এখন সেই অজুহাত দেখিয়ে এবারও ভাড়া বাড়ানোটা হাব মানবে না। এদিকে গত পরশু রববার এ বিষয়টি ফয়সালা করার জন্য বিমান ও ধর্ম মন্ত্রণালয় এক যৌথ বৈঠকের আয়োজন করে। সেখানে দুজন মন্ত্রীর উপস্থিতিতে বিমান ও হাব প্রতিনিধিরা ভাড়া নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হন। বৈঠকে অংশ নেয়া বিমানমন্ত্রী একেএম শাহজাহান কামাল জনকণ্ঠকে বলেন, এবার হজ মৌসুমে বিমানের হজযাত্রী প্রতি সামান্য কিছু বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিমান। এছাড়া এ বছর থেকে প্রথমবারের মতো ফ্লাইটের আসনে দুটো ক্লাস রাখতে চাইছে বিমান। সাধারণ ক্লাসের পাশাপাশি এবার বিজনেস ক্লাসেরও প্যাকেজে আগ্রহ বিমানের। তবে এ জটিলতা নিরসনের সুপারিশ করার জন্য বিমান পরিচালনা পর্ষদের সভাপতিকে প্রধান করে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে। কারণ বিমান ভাড়া চূড়ান্ত না হলে হজ প্যাকেজ চূড়ান্ত করা যাচ্ছে না। এসব বিষয় চূড়ান্ত হওয়ার পর বিষয়টি মন্ত্রিসভায় নিতে হবে। সেখানেই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। জানতে চাইলে বৈঠকে অংশ নেয়া বিমানের পরিচালক আলী আহসান বাবু বলেন, প্রাথমিকভাবে বিমান যেটা ন্যায়সঙ্গত সেটাই প্রস্তাব করেছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম ও হজের মক্কা মদীনায় অন্যান্য সার্ভিসের দাম বাড়ার কারণেই বিমান যৎসামান্য ভাড়া বাড়ানোর পক্ষে। অন্তত তেলের দামটা যতটুকু বেড়েছে ততটুকুই চাইছে বিমান। যাই হোক কমিটিই এটা ফয়সালা করবে। এটা নিয়ে হাবের সঙ্গে কোন ধরনের মতৈক্য দেখা দেয়ার কথা নয়। এ সম্পর্কে হাব মহাসচিব শাহাদত হোসেন তসলিম বলেন, তেলের দাম যখন বাড়া ছিল তখনই বিমান ভাড়া বাড়িয়েছে। আবার যখন কমেছে তখন কিন্তু ভাড়া কমায়নি। এখন যখন তেলের দাম সামান্য একটু বেড়েছে সেই অজুহাতে আবারও ভাড়া বাড়ানোর ফন্দি আটছে বিমান। এটা হাব মানবে না। জানা যায়, এ সংক্রান্ত কমিটির প্রতিবেদন দাখিলের পরই হজের ভাড়া নির্ধারণ হবে। তারপর হজের প্যাকেজ ঘোষণা দেয়া হবে। এ মাসের শেষের দিকেই হজের প্যাকেজ ঘোষণা করা হবে। এদিকে বিমান সূত্র জানায়, গত রবিবারের বৈঠকে ঢাকা-জেদ্দা রটে ইকোনমি ক্লাসে এক হাজার ৬৫০ ডলার এবং বিজনেস ক্লাসে দুই হাজার ৪৯০ ডলার ভাড়া নির্ধারণের প্রস্তাব দিয়েছে। পরে বিমান ও পর্যটন মন্ত্রণালয় ইকোনমি ক্লাসের ভাড়া এক হাজার ৬০৮ ডলার করার কথা বলে। কিন্তু হাব ও ধর্ম মন্ত্রণালয় সেটাতেও আপত্তি তুলে। উল্লেখ্য, গত বছর প্রতি হজযাত্রীর জন্য প্যাকেজের দাম ছিল ৩ লাখ ৮১ হাজার ৫০৮ টাকা। গত বছর হজ প্যাকেজে বিমান ভাড়া ছিল এক হাজার ৪৭৫ ডলার। এ টাকাও খুব বেশি দাবি করে শাহাদাত হোসেন তসলিম বলেন, বর্তমানে ৪০ হাজার টাকায় শ্রমিকরা ঢাকা থেকে সৌদি আরবের রিটার্ন টিকেট কাটতে পারছে। ওমরাহ করার টিকেটের দাম ৫০ হাজার টাকা। তাহলে হজের সময় বিমান এ টাকা কেন নিচ্ছে? বেশির ভাগ অসচ্ছল হজযাত্রীদের তো এমনিতেই ত্রাহি ত্রাহি অবস্থা। এর মাঝে যদি বিমানের টিকেট জনপ্রতি দশ হাজার টাকা বাড়ানোর চেষ্টা করা হয়-সেটা হবে ঘর পোড়ার মাঝে আলু পোড়া দেয়ার মতোই। বর্তমানে বাংলাদেশের হজযাত্রীরা মাত্র দুটো এয়ারলাইন্স বিমান বাংলাদেশ ও সৌদিয়া এয়ারওয়েজের মাধ্যমেই হজ করার সুযোগ পান। এ দুটোর বাইরেও থার্ড ক্যারিয়ার চালুর জন্য হজ এজেন্সির মালিকরা প্রতি বছরই দাবি জানান। মূল প্যাকেজের চেয়েও অত্যন্ত কম দামে থার্ড ক্যারিয়ারের টিকেট কিনার সুযোগ থাকায় ব্যবসায়িক লাভের বিষয়টি বিবেচনায় এজেন্সিগুলো এবারও জোর দাবি জানাচ্ছে। রবিবারের বৈঠক শেষেও হাব সহ-সভাপতি মাওলানা ইয়াকুব আলী শরাফতি থার্ড ক্যারিয়ার উন্মুক্ত করার দাবি জানায়।
×