ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আদমদীঘিতে নিখোঁজ দুই ব্যবসায়ীর সন্ধান

প্রকাশিত: ০৬:২৯, ২৫ জানুয়ারি ২০১৮

আদমদীঘিতে নিখোঁজ দুই ব্যবসায়ীর সন্ধান

নিজস্ব সংবাদদাতা, সান্তাহার, ২৪ জানুয়ারি ॥ বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের বাজার এবং সান্তাহার রেলগেট চত্বর থেকে রহস্যজনকভাবে নিখোঁজ আব্দুল মতিন ও আনোয়ার হোসেন নামের দুই চালকল ব্যবসায়ীর সন্ধান মিলেছে। তারা ধান বোঝাই ট্রাক ছিনতাই মামলার আসামি হিসেবে জয়পুরহাট ডিবির হেফাজতে রয়েছে। জয়পুরহাট ডিবির একটি দল সোমবার সন্ধ্যারাতে মাইক্রোবাসে করে এসে আদমদীঘি উপজেলা সদরের বাজার এবং উপজেলার সান্তাহার রেলগেট চত্বর থেকে ওই দুই ব্যবসায়ীকে আটক করে তুলে নিয়ে যায়। আটককৃতদের স্বীকারোক্তিতে জয়পুরহাট ডিবি পুলিশ বুধবার দুপুরে আদমদীঘি থানা পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চালায়। তারা উপজেলা সদরের শিয়ালশন এলাকায় অবস্থিত; আটক চালকল ব্যবসায়ী আব্দুল মতিনের চালকলের গুদাম ও চাতাল থেকে ১১০ বস্তা রঞ্জিতস্বর্ণা জাতের ধান উদ্ধার করে। পুলিশ জানায়, উপজেলার মুরইল বাজারের ধান ব্যবসায়ী ওবায়দুল হক প্রায় মাসাধিককাল পূর্বে দিনাজপুর থেকে ২৫০ বস্তা ধান কিনে ট্রাকে দিয়ে চলে আসেন। ট্রাকটি গন্তব্যস্থল মুরইল আসার পথে জয়পুরহাট জেলার আক্কেলপুর থেকে ছিনতাই হয়। পরে পুলিশ নাটোরের সিংড়া এলাকা থেকে খালী অবস্থায় ট্রাকটি উদ্ধার এবং ট্রাকের চালক-হেলপারকে আটক করে পুলিশ। পরে মামলাটি ডিবিতে যায়। ডিবি পুলিশ দীর্ঘ তদন্তে ছিনতাই হওয়া ধানের ক্রেতা হিসেবে আব্দুল মতিন ও আনোয়ার হোসেনর সন্ধান পায়। এর প্রেক্ষিতে এই আটক ও উদ্ধার অভিযান চালানো হয় বলে জানিয়েছেন আদমদীঘি থানার উপপরিদর্শক সাম মোহাম্মাদ।
×