ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রবীন্দ্রনাথকে সাধারণ মানুষের কছে নিয়ে যেতে হবে ॥ আহমদ রফিক

প্রকাশিত: ০৬:২৪, ৬ জানুয়ারি ২০১৮

রবীন্দ্রনাথকে সাধারণ মানুষের কছে নিয়ে যেতে হবে ॥ আহমদ রফিক

স্টাফ রিপোর্টার ॥ ‘বিশ্বসাহিত্যের সবচেয়ে বড় বিশ্বকর্মা রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে রবীন্দ্রনাথ এখনো অত্যন্ত প্রাসঙ্গিক। তাই তাকে জানতে ও বুঝতে হবে আমাদের-তবে তা সমকালের প্রাসঙ্গিকতায়’। রবীন্দ্র অধ্যায়নসভা উদ্বোধনের সময় একথা বলেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগুণী আহমদ রফিক। শুক্রবার রাজধানীর এলিফ্যান্ট রোডে খামখেয়ালী সভার এক বছর মেয়াদি কোর্স রবীন্দ্র অধ্যয়নসভার তৃতীয় আবর্তনের উদ্বোধন হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাষাসংগ্রামী ও রবীন্দ্রগুণী আহমদ রফিক। রবীন্দ্রনাথকে শুধু শহরের শিক্ষিত শ্রেণির মধ্যে আবদ্ধ না রেখে তাকে শহর ও গ্রামের সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে খামখেয়ালী সভাকে পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি পশ্চিমবঙ্গের বিশ্বভারতীর বাংলা বিভাগের অধ্যাপক ড. অভ্র বসু বলেন, রবীন্দ্রনাথ আমাদের মিলিয়েছেন। তাঁর সমস্ত সাহিত্যের মর্মবাণী হচ্ছে পৃথিবীটা বড় সুন্দর, আমি একে ভালবেসেছি, আমার মন খুশি হয়েছে। খামখেয়ালী সভায় কার্যক্রমকে তিনি সাধুবাদ জানিয়ে বলেন, চমৎকার কাজের মধ্য দিয়ে মাত্র চার বছরে খামখেয়ালী সভা পশ্চিমবঙ্গেও পরিচিতি পেয়েছে। সভাপতির বক্তব্যে খামখেয়ালী সভার সভাপতি মাহমুদ হাশিম বলেন, রবীন্দ্রনাথকে চর্চার মধ্য দিয়ে আমরা মানুষ হিসেবে সুন্দর ও জাতি হিসেবে পরিণত হয়ে উঠবো। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন খামখেয়ালী সভার সাধারণ সম্পাদক ফয়সাল ইবনে জামান ও কোর্স সন্বয়ক আহমেদ মাসুম। এক বছর মেয়াদি কোর্সে রবীন্দ্রনাথের ২৫-৩০টি নির্বাচিত বই পড়ানো হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে গান শোনান রবীন্দ্রসঙ্গীত শিল্পী মকবুল হোসেন ও অভ্র। আবৃত্তি করেন হাসান সালেহ্ জয় ও আহমেদ মাসুম। অনুুষ্ঠানটি সঞ্চালনা করেন খামখেয়ালী সভার নির্বাহী পরিষদের সদস্য ইশরাত রহমান নাদিয়া।
×