ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দুই ভারতীয়র মলদ্বারে দুই কেজি সোনা

প্রকাশিত: ০৪:৩১, ২ ডিসেম্বর ২০১৭

দুই ভারতীয়র মলদ্বারে দুই কেজি সোনা

স্টাফ রিপোর্টার, বেনাপোল ॥ বেনাপোল চেকপোস্ট দিয়ে পাচারের সময় দুই ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দুই কেজি সোনা উদ্ধার করা হয়েছে। এ সময় তাদের আটক করা হয়। শুক্রবার দুপুর ১টার দিকে তারা বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাচ্ছিলেন। এ সময় তাদের আটক করা হয়। এরা হলেন ভারতের দিল্লীর উত্তম নগর এলাকার মাহেন্দার বর্মার ছেলে সঞ্জিব বর্মা (৪৮) ও কলকাতার ইকবালপুরের নূরুল হকের ছেলে নসরুল হক (৩৬)। জানা যায়, সোনা পাচারের বিষয়ে তাদের কাছে আগে থেকে তথ্য ছিল। বেনাপোল কাস্টমস-চেকপোস্ট থেকে বের হওয়ার পথে ওই দুই ভারতীয় নাগরিককে আটক করা হয়। পরে তাদের শরীর তল্লাশি চালিয়ে দু’জনের মলদ্বার থেকে দুই কেজি ওজনের ১০টি করে ২০টি সোনা পাওয়া যায়। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। বাউয়েট ক্যাম্পাসে রুয়েট প্রতিনিধি দল শুক্রবার বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজির (বাউয়েট) নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পরিদর্শন করেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রফিকুল আলম বেগের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধি দল। প্রতিনিধি দলের অন্যান্য সদস্য ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আব্দুল আলীম এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. এন এইচ এম কামরুজ্জামান সরকার। প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) ইঞ্জিনিয়ার এ এইচএম শহীদউল্লাহ, পিএসসি এর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। তিনি সকল শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সিন্ডিকেট হলে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ লে. কর্নেল (অব) জি এম আজিজুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, অতিরিক্ত রেজিস্ট্রার ড. মোশারফ হোসেন, ইইই অনুষদের ডিন প্রফেসর ড. রুবাইয়াত ইয়াসমিন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান, পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান- সহযোগী অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক শহীদুল ইসলাম, প্রক্টর ও গণিত বিভাগের প্রধান সহকারী অধ্যাপক নাসির উদ্দীন, ইইই বিভাগের প্রধান- সহকারী অধ্যাপক আকরামুল আলীম প্রমুখ। -বিজ্ঞপ্তি
×