ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মুক্তামণির হাতে চামড়া প্রতিস্থাপনের প্রাথমিক ধাপ সম্পন্ন

প্রকাশিত: ০৮:০৪, ১১ অক্টোবর ২০১৭

মুক্তামণির হাতে চামড়া প্রতিস্থাপনের প্রাথমিক ধাপ সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ ‘হেমানজিওমা’ রোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাতে চামড়া প্রতিস্থাপনের প্রাথমিক ধাপ শেষ হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে নয়টা থেকে প্রায় আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে তার হাতের ৫০ শতাংশে অস্ত্রোপচারের মাধ্যমে নতুন চামড়া প্রতিস্থাপন সম্পন্ন করা হয়। অস্ত্রোপচার শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন এ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ও মুক্তামণির মেডিক্যাল বোর্ডের সদস্য ডাঃ সামন্ত লাল সেন। তিনি জানান, ‘মুক্তামণির পা থেকে চামড়া প্রতিস্থাপনের কাজ প্রাথমিকভাবে শেষ হয়েছে। আজ তার ৫০ শতাংশ অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এটা তার ভাল হওয়ার একটি লক্ষণ। ২ সপ্তাহ পর বাকি ৫০ শতাংশ চামড়া প্রতিস্থাপনের জন্য অপারেশন করা হবে। বর্তমানে মুক্তামণিকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এর আগে ৮ অক্টোবর চতুর্থ দফার অস্ত্রোপচারে মুক্তামণির হাতটি নতুন চামড়া লাগানোর উপযোগী করা হয়। গত ১২ আগস্ট প্রথম দফায় মুক্তামণির ডান হাত অক্ষত রেখেই দু’ঘণ্টার সফল অস্ত্রোপচার করা হয়। বার্ন ইউনিটের সমন্বয়কারী ও মুক্তামণির চিকিৎসায় গঠিত ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ডের সদস্য ডাঃ সামন্ত লাল সেন সেবার জানিয়েছিলেন, তিন কেজির মতো বাড়তি মাংস অপসারণ করা হয়েছে। টিউমার অপসারণে ফের কয়েক দফা অস্ত্রোপচার করতে হবে।
×