ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দু’একদিনের মধ্যেই চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সিনহা

প্রকাশিত: ০৫:১১, ৭ অক্টোবর ২০১৭

দু’একদিনের মধ্যেই চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সিনহা

স্টাফ রিপোর্টার ॥ এক মাসের ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী। শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি হেয়ার রোডে প্রধান বিচারপতির সরকারী বাসভবনে যান। সেখানে প্রায় এক ঘণ্টা ছিলেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এরপর সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ তার কার্যালয়ের কয়েকজন কর্মকর্তাও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাত করেন। এছাড়া সুপ্রীমকোর্টের বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যাওয়ার পথে তাদের আটকে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদিকে দু’একদিনের মধ্যেই চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া যাচ্ছেন সিনহা। বেলা ১২টার দিকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী প্রধান বিচারপতির বাসভবন থেকে বেরিয়ে যাওয়ার পর সুপ্রীমকোর্টের কর্মকর্তারা ঢোকেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গওহর রিজভী বেরিয়ে আসার পর প্রধান বিচারপতির বাসায় যান সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও প্রশাসন) সাব্বির ফয়েজ। এর পর যান সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম। উভয়ে দুপুর ১টার দিকে প্রধান বিচারপতির বাসা থেকে বেরিয়ে আসেন। এরপর সুপ্রীমকোর্টের রেজিস্ট্রার জেনারেল কার্যালয়ের আরও কয়েকজন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করেন। তবে তাদের নাম জানা যায়নি। আইনজীবীদের বাধা দেয়ার অভিযোগ ॥ সুপ্রীমকোর্টের বিএনপিপন্থী কয়েকজন আইনজীবী ছুটিতে থাকা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার সঙ্গে সাক্ষাত করতে শুক্রবার বিকেলে তার বাসভবনে যাওয়ায় পথে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দিয়েছে পুলিশ। এই দাবি করেছেন বারের সহসভাপতি উম্মে কুলসুম রেখা। বিকেল সাড়ে পাঁচটায় তারা সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বৃহস্পতিবার আমরা ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে আলাপ করেছিলাম। তিনি জানিয়েছিলেন প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে কোন ধরনের বাধা নেই। কিন্তু আজকে আমাদের বাধা দেয়া হয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি । অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি ॥ চিকিৎসাজনিত কারণে দু’এক দিনের মধ্যেই অস্ট্রেলিয়া যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এ জন্য তিনি অস্ট্রেলিয়ার ভিসার জন্যও আবেদন করেছেন। এক মাসের ছুটিতে যাওয়ার দুই দিন পর বুধবার সকালে বেরিয়ে তিনি গুলশান-২ নম্বরে অবস্থিত অস্ট্রেলিয়ান ভিসা সেন্টারে উপস্থিত হয়ে ভিসার জন্য আবেদন করেন বলে একটি সূত্র জানিয়েছে। অস্ট্রেলিয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বড় মেয়ে বসবাস করেন। সূত্রটি আরও জানায়, তিনি পাঁচ বছরের জন্য ভিসার আবেদন করেছেন। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে ক্ষমতাসীনদের তোপের মুখে থাকা প্রধান বিচারপতি এস কে সিনহা গত মঙ্গলবার থেকে এক মাসের ছুটিতে যাওয়ায় কয়েক দিন ধরে চলছে নানামুখী আলোচনা। সরকারপ্রধান বিচারপতিকে চাপ দিয়ে ছুটিতে পাঠিয়েছে বলে অভিযোগ তুলেছে বিএনপি। অন্যদিকে রাষ্ট্রপতির কাছে লেখা প্রধান বিচারপতির ছুটির আবেদনে অসুস্থতার কথা লেখা থাকার বিষয়টি দেখিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এই ছুটির সঙ্গে রায়ের কোন সম্পর্ক নেই, চাপেরও কোন বিষয় নেই। সুপ্রীমকোর্টের অবকাশ শুরুর আগে গত ২৪ আগস্ট শেষ অফিস করেন প্রধান বিচারপতি এস কে সিনহা। অবকাশের মধ্যেই গত ১০ সেপ্টেম্বর তিনি দুই সপ্তাহের জন্য বিদেশ সফরে গেলে তার অবর্তমানে আপীল বিভাগের জ্যেষ্ঠ বিচারক হিসেবে বিচারপতি আবদুল ওয়াহ্হাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব দেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। সুপ্রীমকোর্টের অবকাশের শেষ দিন ছিল সোমবার, সেদিনই প্রধান বিচারপতির আরও এক মাসের ছুটিতে যাওয়ার খবর দেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
×