ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

শুভ-মাহির ‘ঢাকা এ্যাটাক’

প্রকাশিত: ০৬:০১, ৫ অক্টোবর ২০১৭

শুভ-মাহির ‘ঢাকা এ্যাটাক’

জঙ্গী হামলা, ধর্ষণ, নির্যাতন, হত্যা, মৃত্যু, আহাজারি আতঙ্কে পূর্ণ রাজধানী ঢাকা। একের পর এক এ্যাটাকে হতভম্ব আইনশৃঙ্খলা বাহিনীও। কিন্তু ধরা ছোঁয়ার বাইরে আসল অপরাধীরা। তাদের ধরাশায়ী করতেই ঢাকা রক্ষা মন্ত্র নিয়ে হাজির বাংলা চলচ্চিত্রের তারকা অভিনেতা আরিফিন শুভ। বাস্তবে না হলেও এমন চিত্রই দেখা গিয়েছিলো ‘ঢাকা এ্যাটাক’ ছবির টিজারে। অবশেষে শুক্রবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে চলতি বছরের প্রতীক্ষিত ছবি! শুধু দেশেই নয়, ছবিটি আরব আমিরাত, কানাডা, যুক্তরাষ্ট্র মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেয়া হবে। গেল বছরের ডিসেম্বরে শেষ হয়েছে দীপঙ্কর দীপন পরিচালিত দেশের প্রথম এ্যান্টি টেররিস্ট পুলিশ এ্যাকশন সিনেমা ‘ঢাকা এ্যাটাক’-এর দৃশ্য ধারণ। ‘ঢাকা এ্যাটাক’-এর টিজারে যেখানে দেখা যায়, কর্ম ব্যস্ততার মধ্য দিয়ে জেগে ওঠা ঢাকা নগরীকে। প্রবল উত্তেজনায় দেখানো হচ্ছে হত্যা রাহাজানি আর বিচিত্র নৃশংসতার ইমেজ। মহাবিপদে ঢাকা। রাজধানীর শৃঙ্খক্ষলা সামাল দিতে হিমশিম খাচ্ছে পুলিশ। আর তখনই ঢাকা রক্ষায় দেখা মেলে পুলিশ অফিসার শুভর। হলিউড-বলিউড অসংখ্য সিনেমায় ‘এ্যান্টি টেররিস্ট পুলিশ এ্যাকশন মুভির দেখা মেলে। কিন্তু বাংলাদেশে এমন সিনেমার আগে কখনো দেখা মেলেনি। পুলিশের কাজে উদ্বুদ্ধ হয়ে নির্মিত ‘ঢাকা এ্যাটাক’-এর টিজার প্রথমবার বাংলাদেশী সিনেমায় এমন স্বাদের আভাস দিয়েছিলেন। এবার প্রেক্ষাগৃহে গিয়ে মিলিয়ে দেখার সময় এসেছে। সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই চলচ্চিত্রের তারকা দুই অভিনয়শিল্পী আরিফিন শুভ ও মাহিয়া মাহি। দীপংকর দীপন পরিচালিত ‘ঢাকা এ্যাটাক’ ছবিতে তৃতীয় বারের মতো জুটি বেঁধেছেন তারা। বদলে যাচ্ছে বাংলা সিনেমার দিগন্ত। যুক্ত হচ্ছে টেকনোলজির নানা অনুষঙ্গ। তাই এখন সবার আগ্রহের কেন্দ্রবিন্দু বাংলাদেশের প্রথম পুলিশ এ্যাকশন থ্রিলার মুভি ‘ঢাকা এ্যাটাক’। ছবি ও সমসাময়িক ব্যস্ততা নিয়ে আনন্দ কণ্ঠের সঙ্গে কথা হয় শুভ-মাহির। তাই প্রথমেই প্রশ্ন করা হয় ছবির নায়িকা মাহিয়া মাহির কাছে। এখন ব্যস্ত কী নিয়ে? শূটিং করছি ‘মন দেব মন নেব’ সিনেমার। ‘মন দেব মন নেব’ চলচ্চিত্রটি সম্পর্কে বলুন? নারী প্রধান রোমান্টিক গল্পের সিনেমাটি পরিচালনা করছেন রবিন খান। আমার বিপরীতে অভিনয় করছেন শিবলী। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি। মাহিয়া মাহি বলেন, ‘এ ছবিতে আমার চরিত্রটি একেবারেই ভিন্নধর্মী। একই সঙ্গে কমেডি, এ্যাকশন ও রোমাঞ্চ থাকছে ছবিটির গল্পে। সব মিলিয়ে দর্শকরা পছন্দ করবেন আমার চরিত্রটি।’ শুক্রবার মুক্তি পাবে আপনার অভিনীত বহুল আলোচিত ঢাকা এ্যাটাক চলচ্চিত্রটি। এ চলচ্চিত্রটি সম্পর্কে বলুন? আনন্দ কণ্ঠকে মাহি বলেন, ঢাকা এ্যাটাক খুব ব্যতিক্রম একটি সিনেমা। এটি সাসপেন্স থ্রিলার একটা গল্প। সব কিছুতেই নতুনত্ব আছে। এই ছবির গল্প, মেকিং থেকে শুরু করে সব কিছুতেই নতুন কিছু পাবে দর্শক। ছবিটি নিয়ে আপনি কতটা আশাবাদী? ছবিটি নিয়ে আমি যতেষ্ট আশাবাদী। ভাল একটি কাজ হয়েছে। কারণ দর্শকরা এ ধরনের ছবির প্রতি বেশি আগ্রহী। দর্শক এই ছবিতে পুলিশকে অন্যভাবে আবিষ্কার করবে। ছবিতে সোয়াট পুলিশ, বোমা নিষ্ক্রিয় দলসহ নানা চমক থাকছে। এ নিয়ে তৃতীয় বারের মতো পর্দায় সাংবাদিক হয়েছেন। সাংবাদিক চরিত্রে অভিনয়ে অভিজ্ঞতা প্রসঙ্গে বলুন? খুবই ভাল। ‘আগে ‘ওয়ার্নিং’ ও ‘দেশা’তে সাংবাদিক হয়েছি। যতবার সাংবাদিক চরিত্রে অভিনয় করছি তার চেয়ে এ ছবিতে নিজেকে অন্য ভাবে আবিস্কার করেছি। ‘ঢাকা এ্যাটাক’-এ একজন সাংবাদিকের পুরোপুরি স্ট্রাগল দেখানো হয়েছে। নিজেকে ব্যতিক্রমভাবে আবিষ্কার করেছি। কোন ধরনের চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন? আমি আসলে কমেডি চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। তবে আমার কপালে কমেডি ছবি খুব কম । জান্নাত ছবির কি খবর? ডিসেম্বর মুক্তি পাবে। সংসার জীবন কেমন চলছে? আলহামদুলিল্লাহ খুবই ভাল। ভবিষ্যত পরিকল্পনা কি? কাজ করব। ভালো করে কাজ করার চেষ্টা করব। দর্শকের উদ্দেশে? সবাই হলে গিয়ে ছবি দেখবেন। আমার জন্য দোয়া করবেন যাতে ভাল করতে পারি। নিজেকে সিনেমায় আরও ভালভাবে উপস্থাপন করতে পারি। মাহির কথা শেষ হতেই শুভর কাছে আনন্দ কণ্ঠ প্রশ্ন রাখে। বর্তমান ব্যস্ততা কী নিয়ে? ব্যস্ততা ঢাকা এ্যাটাক নিয়ে আগামীকাল ছবিটি দেশব্যাপী মহাসমারোহ মুক্তি পাবে তাই এখন ঢাকা এ্যাটাক নিয়েই ব্যস্ত আছি। ঢাকা এ্যাটাক ছবির গল্পটা সম্পর্কে বলুন? ছবিটা কী নিয়ে এটা নিশ্চয়ই আঁচ করতে পেরেছে দর্শক। সেই সূত্র ধরেই বলব, থানা-পুলিশের বাইরেও বড় পুলিশিং আছে। আইনশৃঙ্খলা রক্ষার কাজে আমরা যাদের পোশাক পরে ঘুরতে দেখি শুধু তারাই নয়, তাদের পেছনে আরও অনেকেই আছেন, যারা আড়ালে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। একসঙ্গে দেশের বাইরে কয়েকটি দেশে মুক্তি পাবে ছবিটি। দেশের বাইরে ছবি মুক্তি প্রসঙ্গে বলুন? দেশের বাইরে আগেও আমার ছবি মুক্তি পেয়েছিল। দেশের বাইরে ছবি মুক্তি পাওয়া আমাদের জন্য অত্যন্ত আনন্দের। ঢাকা এ্যাটাক দেশের প্রথম, বাইরের সবাধিক হলে ছবিটি মুক্তি পাচ্ছে। ছবিতে মাহির সঙ্গে কেমিস্ট্রি কেমন ছিল? ‘সাসপেন্স থ্রিলার ছবি। এখানে রোমাঞ্চ একটু কমই। প্রেম-ভালবাসাটা ছিল দেশের প্রতি, মানুষের প্রতি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তার ব্যক্তিগত জীবনও সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এ কারণেই শুধু মাহি নয়, অন্য সহশিল্পীদের সঙ্গেও অসাধারণ কেমিস্ট্রি দেখানো হয়েছে। চলচ্চিত্রটি দর্শক কেন দেখবে? শুভ আনন্দ কণ্ঠকে বলেন, কারণ এই চলচ্চিত্রটি দুই ঘণ্টার বিনোদনের সব কিছু দেয়া আছে। তবে ছবির গল্প গতানুগতিক ধারার বাইরে নতুনভাবে বলা হয়েছে। ‘একটি সিনেমার গল্প’র ছবিটির কাজের কি খবর? প্রথম লটের কাজ শেষ হয়েছে। সবশেষে দর্শকের উদ্দেশে কি বলবেন? দর্শকের উদ্দেশে সব সময়ই আমি যেটা বলি ব্যক্তিগতভাবে দর্শকদের কাছে কৃতজ্ঞ যে, হলের পরিবেশ এখনও ভাল না কিন্তু তার পরেও তারা হলে আসছেন ছবি দেখছেন এবং তারা মন্তব্য করছেন। তারা চাইছেন আমাদের ছবিগুলো আরও ভাল হোক। এটা ভাল লেগেছে খারাপ লেগেছে এই যে একটা এক ধরনের সম্পক। আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে আমাদের জন্য তাদের মনে এখনও জায়গা আছে এটার জন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সবার উদ্দেশে একটা কথা বলতে চাই যে, ছয় অক্টোবর ঢাকা এ্যাটাক মুক্তি পাচ্ছে আপনার সবাই হলে গিয়ে ছবিটি দেখুন।
×