ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় স্কুলের দফতরি নিয়োগ স্থগিত

প্রকাশিত: ০৪:৪৫, ১০ সেপ্টেম্বর ২০১৭

সাতক্ষীরায় স্কুলের দফতরি নিয়োগ স্থগিত

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ নিয়োগ পরীক্ষার আগেই জন প্রতি ছয় লাখ থেকে আট লাখ টাকা নেয়ার অভিযোগে আশাশুনির ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোতে দফতরি কাম নৈশপ্রহরী পদে নিয়োগ কার্যক্রম স্থগিত করা হয়েছে। এ ছাড়া যেসব স্কুলের জন্য নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে সেসব ফলাফলও বাতিল ঘোষণা করা হয়েছে। জেলা প্রশাসক শুক্রবার এক নির্দেশে এ পরীক্ষার ফলাফল বাতিল এবং যেসব বিদ্যালয়ে পরীক্ষা হয়নি সেগুলো স্থগিত করেন। জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দীন জানান, বিষয়টি নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এ নিয়ে পত্রপত্রিকায় খবরও প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর জনকণ্ঠসহ বিভিন্ন গণমাধ্যমে আশাশুনির ৩৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দফতরি নিয়োগ নিয়ে দুর্নীতির খবর প্রকাশিত হয়। ইউপি ভবন উদ্বোধন স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার সকালে লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি ভবন উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফায়সাল আকন্দ, ওসি ফারুক আহমেদ ও আওয়ামী লীগ নেতা আব্দুল গোফুর। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, স্থানীয় সরকার বিভাগ জরাজীর্ণ ইউনিয়ন অফিসগুলো আধুনিকায়নের লক্ষ্যে নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। সরকার পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন পরিষদকে আধুনিকায়ন করবে।
×