ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মধুমতি নদীতে নৌকাবাইচ

প্রকাশিত: ০৫:০৬, ৬ সেপ্টেম্বর ২০১৭

মধুমতি নদীতে নৌকাবাইচ

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মোল্লাহাট উপজেলায় মধুমতি নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ নৌকাবাইচের আয়োজন করে। মঙ্গলবার দুপুরে মোল্লাহাট, চিতলমারী ও সীমান্তবর্তী জেলা গোপালগঞ্জের হাজার হাজার দর্শনার্থী নৌকাবাইচ দেখার জন্য মধুমতি নদীর দুই পাড়ে ভিড় করেন। স্থানীয় নারী, পুরুষ ও শিশুরা নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করে। এবারের প্রতিযোগিতায় সাতটি দল অংশ নেয়। এর মধ্যে খুলনার তেরখাদা এলাকার ভাই ভাই জলপরী দল চ্যাম্পিয়ন হয়েছে। পরে বাগেরহাট জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস ও পুলিশ সুপার পঙ্কজ কুমার চন্দ্র রায় বিজীয়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। বিনামূল্যে চিকিৎসা নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি, ৫ সেপ্টেম্বর ॥ কাঁঠালিয়ায় বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় চিকিৎসা ক্যাস্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। রোগীদের ডায়াবেটিকস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ প্রদানসহ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষের চিকিৎসা প্রদান করা হয়। ঢাকাস্থ কাঁঠালিয়া উপজেলা ছাত্র কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ইমরান জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান গোলাম কিবরিয়া সিকদার।
×