ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএনপি অসাংবিধানিক সরকার গঠনের ষড়যন্ত্র করছে ॥ খাদ্যমন্ত্রী

প্রকাশিত: ০৮:০৫, ২৫ আগস্ট ২০১৭

বিএনপি অসাংবিধানিক সরকার গঠনের ষড়যন্ত্র করছে ॥ খাদ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিএনপি ষোড়শ সংশোধনী রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে আওয়ামী লীগ নেতাদের টানাপোড়ন সৃষ্টি করেছে। এ রায়কে কাজে লাগিয়ে বিএনপি অসাংবিধানিক সরকার গঠনের ষড়যন্ত্র করছে। কিন্তু দেশপ্রেমী জনগণ বিএনপির এই ষড়যন্ত্রকে প্রতিহত করবে। বৃহস্পতিবার ঢবির কবি জসিমউদ্্দীন হল মাঠে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধুর ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের শাহাদাতবার্ষিকী উপলক্ষে কবি জসীমউদ্দীন হল শাখা অনুষ্ঠানের আয়োজন করে। খাদ্যমন্ত্রী বলেন, কিছু দিন আগে ষোড়শ সংশোধনীর রায় হয়েছে। এ রায় নিয়ে বিচার বিভাগের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীর টানাপোড়ন চলছে। আর এটা সৃষ্টি করেছে বিএনপি। অসংবিধানিক সরকার গড়ার ষড়যন্ত্র করা হচ্ছে। হল শাখা ছাত্রলীগের সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাবি শিক্ষক অধ্যাপক ড. রহমত উল্লাহ, ডিবিসি নিউজের সম্পাদক জাহেদুল আহসান পিন্টু, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, কর্মসূচী ও পরিকল্পনাবিষয়ক সম্পাদক রাকিব হোসেন, ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান ও সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স।
×