ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের শীঘ্রই ফিরিয়ে আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৫:৪৬, ১৭ আগস্ট ২০১৭

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের শীঘ্রই ফিরিয়ে আনা হবে ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ আগস্ট ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমস্ত খুনীর সম্পদ বাজেয়াফত ও পলাতক খুনীদের শীঘ্রই দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করা হবে। বুধবার বিকেলে আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকার হাজি জয়নুদ্দিন স্কুল এ্যান্ড কলেজে জাতীয় শোক দিবস উপলক্ষে সাভার উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করে ইতিহাস থেকে আওয়ামী লীগের নাম নিশ্চিহ্ন করার চেষ্টা করেছে খুনীরা। আজ ইতিহাস বিকৃতির ফলে হুলস্থুল পড়ে গেছে। ষোড়শ সংশোধনী বাতিল করে বিকৃতি করা হয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। পুলিশ বাহিনী সম্পর্কে মন্তব্য করতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দু-একজন পুলিশ অপকর্ম করতে পারে; কিন্ত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হচ্ছে। অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ডাঃ এনামুর রহমান, ধামরাই আসনের সাবেক সংসদ সদস্য বেনজীর আহমেদ, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
×