ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কাল মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার

প্রকাশিত: ০৭:৫০, ১১ আগস্ট ২০১৭

 কাল মুক্তামণির হাতে প্রথম অস্ত্রোপচার

জান্নাতুল মাওয়া সুইটি ॥ চর্মরোগে আক্রান্ত শিশু মুক্তামণির হাতে শনিবার প্রথম দফায় অস্ত্রোপচার করা হবে। ১২ বছর বয়সী মুক্তামণির বায়োপসি (এক ধরনের অস্ত্রোপচার) রিপোর্ট পাওয়ার পর মেডিক্যাল বোর্ডে এ সিদ্ধান্ত নেয়া হয়। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রকল্প পরিচালক ডাঃ সামন্তলাল সেন মুক্তামণির হাতে অস্ত্রোপচারের বিষয়ে জনকণ্ঠকে জানান, বায়োপসি রিপোর্ট পাওয়ার পর মঙ্গলবার সকালে ১৩ সদস্যের মেডিক্যাল বোর্ড বৈঠকে বসে তার প্রথম দফার অস্ত্রোপচারের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। শনিবার সকাল ৮টায় মুক্তামণির হাতে অস্ত্রোপচার করা হবে। অস্ত্রোপচারে মুক্তার হাত অক্ষত থাকবে কিনাÑ এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মুক্তামণির ডান হাত অক্ষত রেখেই যাতে অস্ত্রোপচার করা সম্ভব হয়, চিকিৎসকেরা প্রথমে সে চেষ্টা করবেন। তবে তা সম্ভব না হলে হাত কেটে হলেও অস্ত্রোপচার করতে হবে। কেননা, অস্ত্রোপচার না করলে তার মৃত্যুঝুঁকি আছে। মুক্তামণির বাবা-মা মেয়ের হাত কেটে ফেলতে হলেও অস্ত্রোপচারে সম্মতি দিয়েছেন। তাদের কাছে মেয়ের হাতের চেয়ে জীবন আগে বলে জানিয়েছেন। অস্ত্রোপচারের বিষয়ে কথা হয় মুক্তামণির বাবা ইব্রাহীম হোসেনের সঙ্গে। তিনি জনকণ্ঠকে জানান, ‘ডাক্তাররা যা ভাল বুঝবি তাই তো করতি হবি। আমরা চাই মুক্তা সুস্থ হয়ে যাক। ডাক্তার কইছে অপারেশন না করলি ওর খারাপ কিছু হয়ে যাবিনি। তাই আমরা মত দিছি অপারেশন করার। যদি ওর হাত কাটা লাগে তাইলে তো কাটতি হবি। সবাই আমার মুক্তার জন্যি দোয়া করবেন।’
×