ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সহায়তা চান শিল্পীরা

প্রকাশিত: ০৩:৫৮, ৭ আগস্ট ২০১৭

প্রধানমন্ত্রীর সহায়তা চান শিল্পীরা

স্টাফ রিপোর্টার ॥ অসুস্থ সঙ্গীতশিল্পী আবদুল জব্বারের চিকিৎসা সহায়তায় গঠন করা হয়েছে ‘কণ্ঠশিল্পী মোঃ আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’। কমিটির পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়ার অনুরোধ জানানো হয়েছে। শনিবার ঢাকা রিপোটার্স ইউনিটির সেমিনার রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্যরা। কমিটির আহ্বায়ক তিমির নন্দী বলেছেন, দ্রুত বিদেশে উনার চিকিৎসা করাতে হবে। তার শারীরিক অবস্থা ভাল না। স্বাভাবিকভাবে নেয়া যাবে না, এয়ার এ্যাম্বুলেন্সে নিতে হবে। প্রচুর অর্থের দরকার। বাংলাদেশের শিল্পী সমাজের পক্ষ থেকে বিত্তবান, মাল্টিন্যাশনাল কোম্পানিসহ সাধারণ মানুষদের এগিয়ে আসার অনুরোধ করছি। তিনি আরও বলেন, বর্তমান সরকার শিল্পীদের জন্য অনেক কিছুই করেছেন। আমাদের প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছিলেন, এখন থেকে কোনো শিল্পী দুর্দশায় থাকবে না। এই শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি। কমিটির সদস্য ইন্দ্রমোহন রাজবংশী বলেন, প্রধানমন্ত্রীকে বলতে চাই, তাঁর আমলে যদি বিনা চিকিৎসায় শিল্পী মারা যায় তাহলে সরকারের এই কলঙ্ক লুকানোর জায়গা থাকবে না। আর এটা আমাদের জন্য অসম্ভব দুঃখের ব্যাপার। তিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণা করে বলেছেন, মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন জায়গায় গান করে ১২ লাখ টাকা তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের হাতে তুলে দিয়েছেন তিনি। এছাড়া যুদ্ধের সময় বিভিন্ন জায়গায় উনার সঙ্গে গান করে উপার্জিত অর্থ কল্যাণ তহবিলে দান করেছিলাম। বক্তারা জানিয়েছেন, তাঁর সহায়তায় বাংলাদেশ শিল্পকলা একাডেমিসহ রাজধানীর উত্তরা, বনানী, পুরান ঢাকায় দর্শনীর বিনিময়ে চ্যারিটি শোর আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক খন্দকার আব্দুল মান্নান বাবু, সাংবাদিক আলী আশরাফ আখন্দ প্রমুখ। অর্থনীতিবিদ ড.আবুল বারকাত, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম ও চিত্রনায়ক ফারুককে উপদেষ্টা করে ও সঙ্গীতশিল্পী তিমির নন্দীকে আহ্বায়ক এবং সাংবাদিক আলী আশরাফ আখন্দকে সদস্য সচিব করে ‘কণ্ঠশিল্পী মোঃ আবদুল জব্বার চিকিৎসা সহায়তা কমিটি’ গঠন করা হয়েছে।
×