ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীর সঙ্গে জামায়াত নেতার অনৈতিক সম্পর্ক ॥ গণধোলাই

প্রকাশিত: ০৭:১০, ২২ এপ্রিল ২০১৭

স্কুলছাত্রীর সঙ্গে জামায়াত নেতার অনৈতিক সম্পর্ক ॥ গণধোলাই

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ ফুলবাড়ীতে স্কুলছাত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কের জের ধরে জনতার হাতে আটক হয়ে গণধোলাইয়ের শিকার হয়েছে জামায়াত নেতা। বিক্ষুদ্ধ জনতার হাত থেকে জিম্মায় নিয়েছেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী কৃঞ্চানন্দবকসী গ্রামে। অন্যদিকে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি স্কুলছাত্রী। সরেজমিনে জানা যায়, চর-গোরকম-প গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে কৃঞ্চানন্দবকসী জামে মসজিদের ঈমাম চার সন্তানের জনক চর-গোরকম-প ওয়ার্ডের জামায়াতের সভাপতি আমির হোসেন বৈজ্ঞানিক পদ্ধতিতে গ্রামের নারীদের সংগঠিত করে পবিত্র কোরআন শরিফ শিক্ষা প্রদানের অন্তরালে দৈহিক সম্পর্ক গড়ে তোলে একই এলাকার স্কুলপড়ুয়া দশম শ্রেণীর ছাত্রীর সঙ্গে। এভাবে তাদের তিন বছর প্রেমের সম্পর্ক চলাবস্থায় বৃহস্পতিবার বিকেলে কৃঞ্চানন্দবকসী গ্রামে দু’জনে দুলাভাই সাবুর বাড়িতে বেড়াতে এলে ঘটনা ফাঁস হয়ে যায়। কুমুদিনীতে বসে নতুন-পুরনোর মিলনমেলা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২১ এপ্রিল ॥ কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজে উৎসবের আমেজে পুণর্মিলনী অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানকে ঘিরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজ এবং কুমুদিনী হাসপাতাল ক্যাম্পাস শুক্রবার ছিল সাজ সাজ রব। কুমুদিনী খেলার মাঠে তৈরি করা হয় পুণর্মিলনী মঞ্চ। কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসার ডাঃ আব্দুল হালিম, বিশিষ্ট শিক্ষাবিদ ভাষাসৈনিক প্রতিভা মুৎসুদ্দি এবং দানবীর রণদা প্রসাদ সাহার পুত্রবধূ শ্রীমতি সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে এগারোটায় কলেজে বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং শিক্ষক আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিটি কুমুদিনী হাসপাতালের ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে মেডিক্যাল কলেজের মূল ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। দুপুরের পর শুরু হয় স্মৃতিচারণ অনুষ্ঠান। স্মৃতিচারণ করেন অধ্যক্ষ প্রফেসার ডাঃ আব্দুল হালিম, সাবেক অধ্যক্ষ প্রফেসার ডাঃ আব্দুল জলিল, প্রথম ব্যাচের ছাত্রী ফাহমিদা ইয়াসমিন সোনিয়া, ছাত্রী আফসানা কবীর, ছাত্রী সিফাত, ডাঃ তাপসী প্রমুখ। এর আগে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। পুণর্মিলনী অনুষ্ঠানটিকে ঘিরে কুমুদিনী উইমেন্স মেডিক্যাল কলেজে এবং কুমুদিনী হাসপাতালের সারা ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠে। কলেজটি প্রতিষ্ঠার পর দীর্ঘ ১৬ বছর এই প্রথম পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন-প্রবীণ দেশী-বিদেশী শিক্ষার্থীসহ সহস্রাধিক অতিথির আসে। পুরনো ছাত্রীরা তাদের সহপাঠীদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়ে। এ সময় একে অপরকে জড়িয়ে তাদের পুরনো স্মৃতি রোমঞ্চন করে।
×