ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পহেলা বৈশাখে মিলন কান্তি দে’র আবৃত্তি

প্রকাশিত: ০৩:৫৯, ১১ এপ্রিল ২০১৭

পহেলা বৈশাখে মিলন কান্তি দে’র আবৃত্তি

সংস্কৃতি ডেস্ক ॥ নারায়ণগঞ্জের মনন সাহিত্য সংগঠনের উদ্যোগে আয়োজিত পয়লা বৈশাখ উৎসবে বাংলা সাহিত্যের কয়েকটি শ্রেষ্ঠ কবিতার সমন্বয়ে ২২০০ পঙ্ক্তি মুখস্থ আবৃত্তি করবেন বিশিষ্ট যাত্রানট ও আবৃত্তিশিল্পী মিলন কান্তি দে। ফতুল্লার চৌধুরী বাড়ির মার্কভিলায় মনন চত্বরে সকাল ১০টায় দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন হবে। বিশিষ্ট কবি সাহিত্যিক ও ছড়াকাররা এতে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানের বিরতিতে নববর্ষের বিশেষ খাবার ও পান্তা ইলিশেরও ব্যবস্থা করা হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে। স্থানীয় কবি গীতিকার ও অভিনেতা এসএ শামীম ১৯৯০ সালে ফতুল্লায় প্রতিষ্ঠা করেন মনন সাহিত্য সংগঠন। ২০০০ সাল থেকে মনন চত্বরে নববর্ষ বরণসহ বিভিন্ন স্মরণীয় দিবসে সাহিত্য আসর অনুষ্ঠিত হয়ে আসছে। সংগঠনের সভাপতি এসএ শামীম জানান, মননের কয়েকটি সাহিত্য আসরে মিলন কান্তি দে’র অভিনয় ও আবৃত্তি পরিবেশনা সূধী দর্শকের প্রশংসা কুড়িয়েছে। এবার বড় পরিসরে তাকে আমন্ত্রণ জানিয়েছি। আর দুই হাজারেরও বেশি পঙ্ক্তিমালার মুখস্থ আবৃত্তি শুধু নারায়ণগঞ্জে কেন, গোটা বাংলাদেশে এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। প্রসঙ্গত, ২০১৫ সালে মিলন কান্তি দে ঢাকায়, শিল্পকলা একাডেমিতে প্রথম ১৫৭৫ পঙ্ক্তি মুখস্থ আবৃত্তি করেছিলেন, মননের বৈশাখ উৎসবে তিনি মাইকেল মধুসূদন, রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্রোহী নজরুল, জীবনানন্দ দাশ, শামসুর রাহমান, সুনীল গঙ্গোপাধ্যায়, সৈয়দ শামসুল হক ও নির্মলেন্দু গুণের ২০টি কবিতা আবৃত্তি করবেন।
×