ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাগদা রেণু জব্দ ॥ তোপের মুখে মৎস্য কর্মকর্তা

প্রকাশিত: ০৫:০৩, ১০ এপ্রিল ২০১৭

বাগদা রেণু জব্দ ॥ তোপের মুখে মৎস্য কর্মকর্তা

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ এপ্রিল ॥ বোরহানউদ্দিন উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস নিষিদ্ধ বাগদা রেণু জব্দ করতে গিয়ে ঘুষ গ্রহণের অভিযোগে মৎস্য ব্যবসায়ীদের তোপের মুখে পড়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বোরহানউদ্দিন পুরাতন খেয়াঘাটসংলগ্ন এলাকায় প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ৪৩ ব্যারেলভর্তি কয়েক লাখ বাগদা রেণু জব্দ করে নদীতে অবমুক্ত করলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বোরহানউদ্দিন ইউএনও আঃ কুদ্দুস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মৎস্য কর্মকর্তাকে উদ্ধার করেন। এ সময় দুই মৎস্য ব্যবসায়ীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদ- প্রদান করা হয়। রবিবার সকালে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়। মৎস্য কর্মকর্তা রুহুল কুদ্দুস জানান, বোরহানউদ্দিন পুরাতন খেয়াঘাটসংলগ্ন এলাকা থেকে ৪৩ ব্যারেল বাগদা রেণু জব্দ করেন। পরে ওই জব্দকৃত রেণু পোনা নদীতে অবমুক্ত করা হয়।
×