ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:০৪, ২৮ মার্চ ২০১৭

টুকরো খবর

অগ্নিদগ্ধ দুই নারীর মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ অগ্নিদগ্ধ দুই নারী সোমবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। জানা যায়, ভোলার দৌলতখানের চরপাতা গ্রামের স্বপ্না বেগম (২০) রান্না করার সময় চুলা থেকে তার শরীরে আগুন লাগে। গত ২১ মার্চ তাকে শেবাচিমের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। একইভাবে অগ্নিদগ্ধ পটুয়াখালীর খেপুপাড়া গুলবুনিয়া এলাকার নুরুল আকনের স্ত্রী সাথী বেগমকে (২৩) গত ৮ মার্চ হাসপাতালে ভর্তি করা হয়। অগ্নিকা-ে উভয়ের শরীরের বেশিরভাগ অংশ ঝলসে যায়। সোমবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উভয়ের মৃত্যু হয়। ইয়াবাসহ সাত মিয়ানমার নাগরিক আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ ছয় কোটি ৪৫ লাখ টাকা মূল্যের এক লাখ ২৮ হাজার ইয়াবাসহ ৭ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। চোরাচালানে ব্যবহৃত একটি বোটও জব্দ করা হয়েছে। কোস্টগার্ড বলেন, সেন্টমার্টিন দ্বীপের ৬ কিলোমিটার উত্তর-পশ্চিমে অভিযান মিয়ানমার থেকে আসা ইয়াবা ভর্তি একটি কাঠের বোটে করে ৭ জন মিয়ানমার নাগরিক বাংলাদেশ জল সীমানায় প্রবেশ করে। আটককৃত মিয়ানমার নাগরিকরা হচ্ছে- আবদুল জলিল, মুজিবুর রহমান, শহিদুল আমিন, রফিক, আবদুল মালেক, আয়াস ও আবদুল গনি। সীমান্তে ১০ লাখ টাকার হেরোইন জব্দ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ গোদাগাড়ী সীমান্তে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ৫০০ গ্রাম ভারতীয় হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। তবে জড়িত কাউকে ধরতে পারেনি বিজিবি। সোমবার রাজশাহী বিজিবি-১ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজিবি সূত্র জানায়, রবিবার গভীর রাতে স্থানীয় (বিওপি) ফাঁড়ির একটি নিয়মিত টহল দল কমান্ডার সুবেদার রেজাউল করিমের নেতৃত্বে পদ্মা নদীর পাড় এলাকায় টহলের সময় পরিত্যক্ত অবস্থায় ৫০০ গ্রাম হেরোইন জব্দ করে। এসব হেরোইনের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ টাকা। অস্ত্র-গুলিসহ ১৩ জলদস্যু আটক স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ৩টি বন্দুক ২২ রাউন্ড গুলি, চাপাতি, ১০টি মোবাইল ফোন, নগদ সাড়ে ৬ হাজার টাকাসহ ১৩ জলদস্যুকে আটক ও অপহৃত ৭ মাঝিমাল্লাকে উদ্ধার করেছে কোস্টগার্ড। ও সময় ৩টি দেশীয় পিস্তল, ২২ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, ১০টি মোবাইল ফোন এবং নগদ টাকা ৬ হাজার ৪৮৭ টাকা, ১টি ইঞ্জিনচালিত কাঠের নৌকা উদ্ধার করা হয়। রবিবার সন্ধ্যায় কুতুবদিয়া-মাতারবাড়ী চ্যানেলের অদূরে ২৬ নটিকেল মাইল গভীর সাগরে কোস্টগার্ড সদস্যরা এ অভিযান চালায়। ও সময় ৩টি দেশীয় তৈরি পিস্তল, ২২ রাউন্ড গুলি, ৩টি চাপাতি, ১০টি মোবাইল ফোন এবং নগদ টাকা ৬ হাজার ৪৮৭ টাকা এবং একটি ইঞ্জিনচালিত কাঠের বোট জব্দ করা হয়। ২০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ মেহেন্দিগঞ্জ উপজেলার কালাবদর নদীতে নৌ-পুলিশ অভিযান চালিয়ে একটি ট্রলারসহ ২০ মণ জাটকা জব্দ করেছে। জব্দকৃত জাটকা সোমবার বেলা ১১টায় বরিশাল সদর নৌ-পুলিশ ফাঁড়িতে এনে দুস্থদের মাঝে বিতরণ করা হয়। পুলিশ জানান, ভোর রাতে কালাকদর নদীতে অভিযান চালিয়ে একটি বড় ট্রলারে পাঁচটি ড্রামে রক্ষিত ২০ মণ জাটকা জব্দ করা হয়। থানচিতে ৩৫ দোকান ভস্মীভূত নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ২৭ মার্চ ॥ থানচি উপজেলার বলি বাজারে আগুনে পুড়েছে ৩৫ দোকান। রবিবার রাত সাড়ে ১১টার দিকে বাজারের একটি কামারের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত। এ সময় একে একে দোকানগুলো পুড়ে যায়। অগ্নিকা-ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। ছাদ থেকে পড়ে ইমামের মৃত্যু স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ নগরীর নবগ্রাম রোডের একটি ভবনের ছাদ থেকে পড়ে মসজিদের ইমামের মৃত্যুর ঘটনা ঘটেছে। সোমবার বেলা ১১টায় শেবাচিম হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত আব্দুল আলিম (৫০) নগরীর নবগ্রাম রোডের ২২ নম্বর ওয়ার্ডের আনোয়ারা মঞ্জিলের বাসিন্দা ও দক্ষিণ আলেকান্দা জামে আল মেহেদী মসজিদের ইমাম। জানা গেছে, ভবনের দোতলার ছাদ থেকে অসাবধানতাবশত নিচে পড়ে ইমাম আব্দুল আলিম গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ৬শ’ মণ জাটকা ও পিরানহা জব্দ স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শহরের কেবি বাজারে অভিযান চালিয়ে প্রায় ৬শ’ মণ জাটকা ইলিশ ও ১শ’ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মোঃ মিনহাজ হোসেন ও ছত্তার আলী সরদার নামে দুই বিক্রেতাকে আটক করা হয়। সোমবার সকালে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দীন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক মিনহাজ হোসেনকে মৎস্য আইনে ৫ হাজার টাকা জরিমানা ও ছত্তার আলীকে ৫০ হাজার টাকা জরিমানা আনাদায়ে ১৫ দিনের কারাদ- প্রদান করা হয়। দ-প্রাপ্ত মিনহাজ হোসেন বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার বাসিন্দা ও ছত্তার আলী কচুয়া উপজেলার বাধাল এলাকার বাসিন্দা। ক্লিনিকে নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৭ মার্চ ॥ বাউফল হাসপাতালের সামনে সেবা ক্লিনিকে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। মৃত ওই নবজাতকের পিতা আনোয়ার ব্যাপারী বাদী হয়ে ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক সপ্না আক্তার, পার্টনার হাফিজ ও মিলনসহ অজ্ঞাত ৩-৪ জনকে আসামি করে সোমবার বিকেলে এ মামলাটি রজু করেন। ুউল্লেখ, শুক্রবার কালইয়া ইউনিয়নের কোটপাড় এলাকায় আনোয়ার হোসেন ব্যাপারীর স্ত্রী নাজমা বেগম প্রসব বেদনা শুরু হলে ওইদিন রাত ৯টার দিকে তাকে সেবা ক্লিনিকে নিয়ে আসা হয়। ডাক্তার নেই জেনে প্রসূতির স্বজনরা তাকে অনত্র নেয়ার চেষ্টা করলে ক্লিনিক কর্তৃপক্ষের নির্দেশে কয়েকজন স্টাফ তাকে জোর করে দোতালায় নিয়ে যান। এর ৩০-৪০ মিনিট পর সংশ্লিষ্টরা স্বজনদের জানান, ওই প্রসূতি একটি মৃত নবজাতকের জন্ম দিয়েছেন। চবি শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে মানববন্ধন চবি সংবাদদাতা ॥ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বাংলা বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের ছাত্র আলাউদ্দিন আলাওল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চবি শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার দুপুরে চবি শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। তারা যদি প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে এই হত্যাকা-ের তদন্ত করে তবে আমরা সুষ্ঠু বিচার পাব।’ তারা আরও বলেন, হত্যার ধরন দেখে বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত হত্যাকা-। এমন ঘৃণিত কাজ যারা করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বাংলা বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের সঞ্চালনায় এবং বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ মহীবুল আজিজের সভাপতিত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বিভাগের শিক্ষক ড. মোহাম্মদ আনোয়ার সাঈদ, ড. প্রকাশ দাশ গুপ্ত, লোকমান কবির, আরিফুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অপহৃত শিশু উদ্ধার ॥ গ্রেফতার ২ নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ২৭ মার্চ ॥ মানিকগঞ্জ থেকে অপহরণের তিনদিন পর ইমন হোসেন নামে সাত বছরের এক শিশুকে ফরিদপুর থেকে উদ্ধার করেছে র‌্যাব-৮ এর একটি দল। অপহরণের সঙ্গে জড়িত এক নারীসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল সোয়া সাতটার দিকে ফরিদপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকা থেকে এ উদ্ধার ও গ্রেফতারের ঘটনা ঘটে। ইমন হোসেন মানিকগঞ্জ সদরের নালরা গ্রামের মালদ্বীপ প্রবাসী আকতার হোসেনের ছেলে। গ্রেফতার হওয়া দুজন হলেনÑ ভাঙ্গা উপজেলার ঘাড়ুয়া ইউনিয়নের খামিনারবাক গ্রামের আনোয়ার হোসেন (২৮) এবং তার সহযোগী একই ইউনিয়নের ডাঙ্গারপাড় গ্রামের হেনোরা বেগম (৩৫)। আনোয়ার হোসেন ফয়সাল ছদ্মনামে মানিকগঞ্জ সদরের নালরা গ্রামের মালদ্বীপ প্রবাসী আকতার হোসেনের বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করতেন। গত ২৪ মার্চ আনোয়ার হোসেন বিকেল সাড়ে তিনটার দিকে শ্যূটিং দেখানোর কথা বলে শিশু ইমনকে বাড়ি থেকে নিয়ে যায়। শিক্ষক হত্যায় দোষীদের গ্রেফতার দাবি নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৭ মার্চ ॥ নাজিরপুরে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার পূবালী ব্যাংক চত্বরে মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হেলেনা আক্তারের সভাপতিত্বে বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চলা এ মানববন্ধনে বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ। ১৪৮ মাদকসেবী স্বাভাবিক জীবনে নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৭ মার্চ ॥ সোমবার দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গীবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে জেলার চারটি উপজেলার ১৪৮ চিহ্নিহ্নহ্নত মাদকসেবী ও মাদক বেপারী মাদক সেবন ও বিক্রি ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার অঙ্গীকার করেছে। শহরের নোমানী ময়দানে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি মনির উজ জামান তাদের ফুল ও উপহার সামগ্রী প্রদান করেন।
×