ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

চতুর্থবার চ্যান্সেলর হওয়ার সম্ভবনা বাড়ল

জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে মেরকেলের দলের সহজ জয়

প্রকাশিত: ০৪:১৪, ২৮ মার্চ ২০১৭

জার্মানিতে আঞ্চলিক নির্বাচনে মেরকেলের দলের সহজ জয়

জার্মান চ্যান্সেলর এ্যাঞ্জেলা মেরকেলের মধ্য-ডানপন্থী ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটস (সিডিইউ সারল্যান্ড রাজ্য নির্বাচনে সহজেই জয় পেয়েছে। সেপ্টেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই ফল ক্ষমতাসীন দলকে জয়ের ব্যাপারে উজ্জীবিত রাখবে বলে আশা করা হচ্ছে। মেরকেলের দল ৪০ দশমিক ৭ শতাংশ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সোশ্যাল ডেমোক্র্যাটস (এসপিডি) ২৯ দশমিক ৬ শতাংশ ভোট পেয়েছে। মেরকেল চতুর্থ মেয়াদে জার্মানির চ্যান্সেলর হওয়ার প্রত্যাশা করছেন। তবে অভিবাসন ও শরণার্থী ইস্যুতে তিনি কিছুটা চাপে রয়েছেন। নতুন নেতা মার্টিন শুলজের অধীনে সম্প্রতি মধ্য-বামপন্থী এসপিডি’র জনপ্রিয়তা বেড়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ছোট রাজ্য সারল্যান্ডে ১০ লাখ লোকের বসবাস। কেন্দ্রীয় সরকারের মতোই এই প্রদেশটিও বর্তমানে সিডিইউ ও এসপিডি’র জোট সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে। সারল্যান্ডে রবিবার অনুষ্ঠিত ভোটের এই ফলাফলের মাধ্যমে ২৪ সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের আগে জনগণের মনোভাব প্রতিফলিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপীয় পার্লামেন্টের সাবেক প্রেসিডেন্ট মার্টিন জানুয়ারিতে এসপিডি’র প্রধান হিসেবে দায়িত্ব নেন। দলের জনপ্রিয়তা পুনর্জীবিত করতে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন। সারল্যান্ডে সম্প্রতি পরিচালিত এক জরিপে দেখা যায় সিডিইউ সামান্য ব্যবধানে এগিয়ে ছিল। তবে ওই জরিপে এসপিডি, উগ্র-বামপন্থী লিনকে ও পরিবেশবাদী গ্রিন পার্টির জোটের উত্থান ঘটতে পারে বলে আভাস দেয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে মেরকেলের দলের ভোট এবার বেড়েছে। ২০১২ সালের সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে তার দল পেয়েছিল ৩৫ দশমিক ২ শতাংশ ভোট। পক্ষান্তরে এসপিডির ভোট কমেছে এবং গ্রিন পার্টি রাজ্য পরিষদে প্রবেশে প্রয়োজনীয় ৫ শতাংশ ভোট পেতেও ব্যর্থ হয়েছে। এদিকে মেরকেলের অভিবাসন নীতির কট্টর সমালোচক পপুলিস্ট ডান-পন্থী অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি) এই নির্বাচনে অনেকটাই সফল হয়েছে। তারা ৬ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে সারল্যান্ডের আইন পরিষদের বেশ কয়েকটি আসন নিজেদের দখলে নিয়েছে। সিডিইউ ১৯৯৮ সাল থেকে তিনবার এই রাজ্য শাসন করেছে। সেপ্টেম্বরের জাতীয় নির্বাচনের আগে শেলসউইগ-হোলেসটিন
×