ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মাতৃগর্ভে শিশুর নড়াচড়া বাবাও অনুভব করবেন!

প্রকাশিত: ০৫:৫০, ১৬ মার্চ ২০১৭

মাতৃগর্ভে শিশুর নড়াচড়া বাবাও অনুভব করবেন!

মাতৃগর্ভে থাকা শিশুর নড়াচড়া মায়ের পাশাপাশি শিশুটির বাবাও বুঝতে পারবেন। শিশুর বাবা তার মায়ের কাছ থেকে দূরে থাকলেও শিশুটি যখন তার মায়ের পেটের মধ্যে খেলবে অথবা পা নাড়বে তা তৎক্ষণাৎ বুঝে যাবেন বাবা। শিশুর বাবার হাতে থাকা একটি স্মার্ট ব্রেসলেটের সাহায্যে বিষয়টি বোঝা যাবে। ব্রেসলেটটির নাম ফিবিয়ো। ডেনমার্কের প্রযুক্তি বিষয়ক প্রকৌশলী সান্দ্রা পিটারদোতির এটি আবিষ্কার করেছেন। তিনি বলেছেন, এ ক্ষেত্রে গর্ভবতী মায়ের হাতেও একটি ব্রেসলেট থাকতে হবে। মায়ের হাতে থাকা ব্রেসলেটটি তার গর্ভে শিশুর নড়াচড়ার শব্দ বাবার ব্রেসলেটে প্রেরণ করবে। সান্দ্রা পিটারদোতির বলেন, গর্ভবতী মা যখন তার পেটের মধ্যে শিশুর নড়াচড়া অনুভব করবেন। এই ব্রেসলেটের সাহায্যে শিশুটির বাবা এই নড়াচড়া বুঝতে পারবেন। তিনি বলেন, আগত সন্তানের জন্য চিন্তিত বাবাদের জন্য এই ব্রেসলেট কাজ দেবে। এটি দেখতে সুন্দর। স্মার্ট ঘরির মতো হাতের সঙ্গে বেঁধে রাখা যায়। প্রাথমিকভাবে একজোড়া মেরু ভল্লুকের ওপর এই ব্রেসলেটের কার্যকারিতা পরীক্ষা করে ভাল ফল পাওয়া গেছে। এই ফিবিও ব্রেসলেটটি কেনার পাশাপাশি ভাড়াও নেয়া যাবে। সান্দ্রা পিটারদোতির বলেন, গর্ভকালীন সময়ের জন্য এটি ভাড়াও পাওয়া যাবে। কারণ মাত্র কয়েক মাস সময়ের জন্য এটি কেনার প্রয়োজন নেই। আগামী বছর থেকেই এটি বাজারে পাওয়া যাবে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে এই ব্রেসলেটের কত দাম হতে পারে এ বিষয়ে কিছু জানা যায়নি।-নিউজ উইক অবলম্বনে।
×