ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতারা হতাশাগ্রস্ত, তাই বিভ্রান্তিকর কথা বলছেন ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৫৪, ১১ ফেব্রুয়ারি ২০১৭

বিএনপি নেতারা  হতাশাগ্রস্ত, তাই বিভ্রান্তিকর কথা বলছেন ॥ হানিফ

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া, ১০ ফেব্রুয়ারি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, ভুল রাজনীতির কারণে হতাশাগ্রস্ত হয়ে বিএনপি নেতারা বার বার বিভ্রান্তিমূলক কথা বলে যাচ্ছেন। ‘নতুন সিইসি আওয়ামী লীগের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন’ বিএনপির এমন মন্তব্যের জবাবে হানিফ এসব কথা বলেন। শুক্রবার সকালে কুষ্টিয়া কলকাকলী মাধ্যমিক বিদ্যালয় একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে হানিফ সাংবাদিকদের বলেন, দশম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করাটা ছিল তাদের ভুল সিদ্ধান্ত। এ ভুলের দায়ভার তারা নির্বাচন কমিশনের ওপর চাপিয়ে নিজেদের সান্ত¡না খোঁজার চেষ্টা করছেন। বর্তমান যারা নির্বাচন কমিশনের দায়িত্ব নিয়েছেন তারা তাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করবেন। এটা আমাদের প্রত্যাশা। কিন্তু তার আগেই তাদের বিরুদ্ধে অভিযোগ করাটা যুক্তিসঙ্গত নয়। নতুন সিইসি নিয়ে বিএনপির আন্দোলন করতে পারে এমন এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিএনপির আন্দোলনের কোন সুযোগ নেই। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেনÑ কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।
×