ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ঢাবি একুশে হল এ্যালামনাইয়ের পুনর্মিলনী

প্রকাশিত: ০৫:০৮, ৪ ফেব্রুয়ারি ২০১৭

ঢাবি একুশে হল এ্যালামনাইয়ের পুনর্মিলনী

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ একুশ থেকে আমরা অনুপ্রেরণা পেয়েছি। এতে অনুপ্রাণিত হয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অমর একুশে হল স্থাপন করেছেন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল এ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম এসব কথা বলেন। পুনর্মিলনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। এ্যাসোসিয়েশনের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলামসহ হলের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। এইচ টি ইমাম বলেন, অমর একুশে হলের প্রথম পুনর্মিলনীতে আসতে পেরে আমি গবির্ত ও আনন্দিত। এই হলের শিক্ষার্থীরা নবীন ও মেধাবী। এই শিক্ষার্থীরাই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ছাত্র জীবনের স্মৃতি সুমধুর স্মৃতি। এ্যালামনাই এ্যাসোসিয়েশন সেই মধুর স্মৃতিকে রোমন্থনের সুযোগ করে দেয়। এটা বন্ধুত্বের সেতুবন্ধন হিসেবে কাজ করে। বিকেলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের শেষ হয়।
×