ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৩৮, ১০ ডিসেম্বর ২০১৬

টুকরো খবর

ধরলা নদীতে নৌকাবাইচ স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ আবহমান গ্রাম-বাংলার ঐতিহ্যকে ধারণ করে ১৬টি নদ-নদী দ্বারা বেষ্টিত জেলা কুড়িগ্রামে শুরু হয়েছে ৪দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা। নৌকাবাইচ দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছে হাজার হাজার মানুষ। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় বিভিন্ন এলাকা থেকে আসা ২০টি নৌকার দল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। সদরের ভোগডাঙ্গা ইউনিয়নের জগবন্ধুর চর এলাকায় ধরলা নদীরপারে ৪দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছে স্থানীয় নৌকাবাইচ কমিটি। বুধবার বিকেল থেকে কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার বিভিন্ন এলাকা থেকে আসা দুরন্ত চিতা, হাসি-খুশি, বাংলার বাঘ, একতা এক্সপ্রেস, ভাই-বোন, দাদা-নাতি, দশবন্ধু ও দশের দোয়াসহ ২০টি নৌকার দল প্রতিযোগিতা শুরু করেছে। শনিবার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণেনর মধ্য দিয়ে শেষ হবে নৌকাবাইচ। নৌকাবাইচের প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি গরু, তৃতীয় পুরস্কার একটি রঙ্গিন টেলিভিশন ও চতুর্থ পুরস্কার একটি মোবাইল ফোন। তুলার মিলে অগ্নিকা- নিজস্ব সংবাদদাতা, দাউদকান্দি, ৯ ডিসেম্বর ॥ দাউদকান্দিতে অগ্নিকা-ে প্রায় অর্ধকোটি টাকার মালামাল ভস্মীভূত। শুক্রবার বেলা ১১টায় উপজেলার তুজারভাঙ্গায় ভাই ভাই তুলার মিলে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নেভায়। জানা যায়, দাউদকান্দি পৌরসভা সদরের তুজারভাঙ্গা গ্রামের পুরনো ডালডার মিলে দুই বছর আগে মিছির আলী ও আলাউদ্দিন ভাই ভাই তুলা মিল নামে এ মিলটি চালু করেন। শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ করে বিদ্যুতের মেন সুইচে বিকট শব্দ হয় এবং সঙ্গে সঙ্গেই আগুনের সূত্রপাত। রাজশাহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, রেলওয়ের জায়গায় তৈরি স্থাপনায় অগ্নিকা-ে ব্যাপক ক্ষতি হয়েছে। শুক্রবার ভোরে মহানগরীর দাশপুকুর বাইপাস মোড় এলাকায় বৈদ্যুতিক শটসার্কিট থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, অগ্নিকা-ে রেলওয়ের জায়গায় তৈরি ভুট্টুর ভাংড়ির দোকান, দুইটি স্থানীয় ক্লাব, সেখানে থাকা চন্দ্রাপাড়া খানকাহ শরীফ ও রনির বাড়ির একাংশ পুড়ে গেছে। তবে কেউ হতাহত হয়নি। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। মাদক বিক্রেতা আটক নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৯ ডিসেম্বর ॥ আমতলী উপজেলার কালীপুরা গ্রাম থেকে বৃহম্পতিবার রাতে পাঁচ ইয়ারাসহ দেলওয়ার হোসেন নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। জানা গেছে, উপজেলার কালীবাড়ি গ্রামের জালাল বয়াতির ছেলে দেলওয়ার হোসেন দীর্ঘদিন ধরে মাদক বিক্রি করে আসছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তার বাড়ি থেকে পাঁচ ইয়াবাসহ আটক করেছে। তার বিরুদ্ধে আমতলী থানায় ১০টি মাদকের মামলা রয়েছে। তিনি এলাকায় গাঁজা দেলওয়ার নামে পরিচিত। শুক্রবার পুলিশ তাকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করেছে। আদালতের বিচারক বৈজয়ন্ত বিশ্বাস তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন। ধর্ষণ মামলার আসামি গ্রেফতার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ উখিয়ায় হাসপাতাল থেকে তুলে নিয়ে শিশু ছাত্রীকে গণধর্ষণ ঘটনায় অভিযান চালিয়ে আবদু শুক্কুর নামে এক বখাটেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে উখিয়া থানা পুলিশ এ অভিযান চালায়। বুধবার ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে পূর্ব সিকদারপাড়ার কালু মিয়া ওরফে কালু মিস্ত্রির পুত্র গিয়াস উদ্দিনকে প্রধান ও অজ্ঞাত তিনজনকে আসামি করে এজাহার দেন। উলেখ্য, সোমবার রাতে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মায়ের সঙ্গে হাসপাতালে অবস্থান করা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত ওই মেয়েটিকে অস্ত্রের মুখে জিম্মি করে তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা হাসপাতালসংলগ্ন জঙ্গল থেকে মেয়েটিকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে। শিক্ষক হত্যার প্রতিবাদে মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ৯ ডিসেম্বর ॥ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়করণের দাবিতে প্রবীণ শিক্ষক অধ্যাপক আবুল কালাম আজাদ স্যারের হত্যার প্রতিবাদে শুক্রবার সকালে টঙ্গী প্রেসক্লাবের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্রছাত্রীদের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়েছে। মানববন্ধন ও প্রতিবাদ সভায় সম্মতি প্রকাশ করে বক্তব্য রাখেনÑ টঙ্গী সেন্ট্রাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক সরকার নজরুল ইসলাম বিপ্লব, ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক ছাত্র ছোলায়মান কবির, নূর আহম্মেদ খান, আলমগীর হোসেন, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম, জাহাঙ্গীর আলম, নিতাই ত্রিপার্টি, মোঃ লিটন মিয়া, জালাল আহম্মেদ, মোফাজ্জল হোসেন, আসাদুজ্জামান খান হিমেল প্রমুখ। পাঁচ নারীকে সংবর্ধনা নিজস্ব সংবাদদাতা, ভোলা, ৯ ডিসেম্বর ॥ আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ নারীকে বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সংবর্ধনা দেয়া হয়েছে। শুক্রবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের হলরুমে এ সংবর্ধনা দেয়া হয়। এতে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেছা সভাপতিত্ব করেন। সংবর্ধনা প্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য লাভ করায় আয়শা বেগম, শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য করায় নাসরিন, সফল জননী নারী মমতাজ বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করা নারী বিবি হাজেরা, সমাজ উন্নয়নে অসমান্য উন্নয়নের জন্য রোসনা বেগম। শীতবস্ত্র বিতরণ সংবাদদাতা, পাথরঘাটা, বরগুনা, ৯ ডিসেম্বর ॥ পাথরঘাটায় অতিদরিদ্র, দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শুক্রবার দুপুরে উপজেলার কালমেঘাটা ইউনিয়নের আট শ’ পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। খানবাড়ির সামনে মনিরুল ইসলাম খানের ব্যবস্থাপনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক বিআরডিপি চেয়ারম্যান ইমাম হোসেন বাবুল। নুর মোহাম্মাদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি শামীম হাওলাদার, সাধারণ সম্পাদক আকমল হোসেন জুয়েল, মিলন হাওলাদার,মৃনাল মজুমদার ও কবির হোসেন। তারাকান্দায় ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে নিহত তিন স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার মোজাহারদিতে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ট্রাক ও যাত্রীবাহী মাহিন্দ্রর সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হয়েছে তিন আরোহী। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। গুরুতর অবস্থায় আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল হক জানান, নিহতদের মধ্যে ২ জনের নাম পরিচয় পাওয়া গেছে। এরা হচ্ছেÑ মরিয়ম (৪৫) ও ফখরুদ্দিন (৪২)। ট্রাকটি ময়মনসিংহ থেকে নেত্রকোনার দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। কালিয়াকৈরে পোশাক শ্রমিক স্টাফ রিপোর্টার গাজীপুর থেকে জানান, কালিয়াকৈরে বাসচাপায় এক পোশাক শ্রমিক নিহত হয়েছে। তার নাম আব্দুস সালাম (৩০)। সে টাঙ্গাইলের দেলদুয়ার থানার মঙ্গলহর গ্রামের আব্দুল মালেকের ছেলে এবং কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার এসএস গার্মেন্টসের শ্রমিক। সালনা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হোসেন সরকার জানান, কারখানার কাজ শেষে বৃহস্পতিবার মধ্যরাতে সালাম বাসায় ফিরছিল। পথে কালিয়াকৈরের সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হওয়ার সময় একটি বাস তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে। পটিয়ায় বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা পটিয়া থেকে জানান, সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের পটিয়া উপজেলার খরনা এলাকায় মারা গেছেন এক বৃদ্ধ। নিহতের নাম মফজল আহমদ (৬৫)। তিনি চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া এলাকার বাসিন্দা। পিতার নাম বদন আলী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আহতদের চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। রাজশাহীতে দুই আরোহী স্টাফ রিপোর্টার রাজশাহী থেকে জানান, মতিহার থানার সমসাদিপুর এলাকায় বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। আহত হয়েছে আরও একজন। শুক্রবার সন্ধ্যায় দেশ ট্রাভেলসের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হলে হতাহতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কাটাখালি বাজার এলাকার মৃত আবু তাহেরের ছেলে গোলাম রাব্বানি (৩৫) ও মুক্তার হোসেনের ছেলে শুভ (২৫)। গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী হারুন একই এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। আহতকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দৌলতপুরে বৃদ্ধ নিজস্ব সংবাদদাতা দৌলতপুর, কুষ্টিয়া থেকে জানান, দৌলতপুরে মাইক্রোবাসের চাপায় মুফাজ্জেল হোসেন মুফা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৫ জন। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়গাংদিয়া ছাত্তারমোড়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি মাইক্রোবাস দৌলতপুর থেকে বড়গাংদিয়া বাজারে যাওয়ার পথে ছাত্তারমোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের চায়ের দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে চা পানরত মুফাজ্জেল হোসেন মুফা মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত হয় নাজির, রহিদুল, হযরত, আজগর আলী ও জলিল।
×