ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বেঙ্গল উইন্ডসোর

প্রকাশিত: ০৬:২০, ১ ডিসেম্বর ২০১৬

মার্জিন ঋণধারীদের তালিকা চেয়েছে বেঙ্গল উইন্ডসোর

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্রোকারেজ হাউসগুলোর কাছ থেকে মার্জিন ঋণধারী বিনিয়োগকারীদের তালিকা চেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক লিমিটেড। পাশাপাশি শেয়ারহোল্ডারদের ই-টিআইএন হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ঘোষিত ডিভিডেন্ডের ওপর ৫ শতাংশ কর অব্যাহতির জন্য বেনিফিশিয়ারি ওনার্স (বিও) এ্যাকাউন্ট নম্বর এবং ই-টিআইএন নম্বর হালনাগাদ করার অনুরোধ করেছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। পাশাপাশি ব্রোকারেজ হাউসগুলোর কাছে মার্জিন ঋণধারীদের নাম, সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোকে ডিভিডেন্ড পাওয়ার যোগ্য তাদের ব্যাংক হিসাবের নাম, এ্যাকাউন্ট নম্বর, রাউটিং নম্বর জমা দিতে বলা হয়েছে। আর যে শেয়ারহোল্ডার নগদ লভ্যাংশের যোগ্য, তাদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সবকিছু জমা দিতে অনুরোধ করেছে কোম্পানিটি। ভ্যানগার্ড মিউচুয়াল ফান্ডের লভ্যাংশ ঘোষণা অর্থনৈতিক রিপোর্টার ॥ ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স ফান্ডের ট্রাস্টি পরিষদ। ৩০ সেপ্টেম্বর, ২০১৬ সমাপ্ত মেয়াদের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। বুধবার ফান্ডটির ট্রাস্টি সভায় লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেয়া হয়। জানা গেছে, গত ২৪ ডিসেম্বর ২০১৫ থেকে ৩০ সেপ্টেম্বর ২০১৬ পর্যন্ত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ৪৭ পয়সা। ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য বাজার দরে দাঁড়িয়েছে ১১ টাকা ১৭ পয়সা ও ক্রয় মূল্যে হয়েছে ১১ টাকা ২৮ পয়সা।
×