ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

পুলিশের তদন্ত রিপোর্ট

নাসিরনগরে হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল

প্রকাশিত: ০৮:৫৫, ১৫ নভেম্বর ২০১৬

নাসিরনগরে হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর গাফিলতি ছিল

বিডিনিউজ ॥ স্বরাষ্ট্রমন্ত্রীর চোখে ধরা না পড়লেও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি পেয়েছে পুলিশের গঠিত তদন্ত কমিটি। সোমবার পুলিশ সদর দফতরে জমা দেয়া প্রতিবেদন হামলার পেছনের কারণ হিসেবে স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টি এসেছে বলে জানিয়েছেন কমিটির প্রধান চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ শওকত হোসেন। তিনি বলেন, ‘পুলিশের অবশ্যই গাফিলতি রয়েছে। কেননা তারা আগাম তথ্য সংগ্রহ এবং পরিস্থিতি সামাল দিতে সে ধরনের কোন কার্যকর ভূমিকা রাখতে পারেনি।’ এক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে বলে জানান তদন্ত কমিটির প্রধান। পুলিশের প্রতিবেদনেও রাজনৈতিক দলের স্থানীয় নেতাদের মধ্যে দ্বন্দ্বের কথা এলেও এ বিষয়ে আরও তদন্তের প্রয়োজন বলে মনে করছে পাঁচ সদস্যের এ তদন্ত কমিটি। মঙ্গলবার প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত পুলিশ সদর দফতর থেকে জানা যাবে বলেও জানান পুলিশ কর্মকর্তা শওকত।
×