ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

লন্ডনে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন

প্রকাশিত: ০৪:২২, ১২ নভেম্বর ২০১৬

লন্ডনে এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিন

স্টাফ রিপোর্টার ॥ লন্ডন প্রবাসী বাংলাদেশী ট্যালেন্ট ছাত্র-ছাত্রীদের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হলেন বাংলাদেশের গানের পাখি সাবিনা ইয়াসমিন। ‘ব্রিটিশ বাংলাদেশ ইয়াং ট্যালেন্ট এ্যাওয়ার্ড ২০১৫’ প্রদান অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার সকালে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন। প্রতি বছর লন্ডনে অবস্থানরত মেধাবী ছাত্রছাত্রীদের এ এ্যাওয়ার্ড প্রদান করে ব্রিটিশ বাংলাদেশী ট্রাস্ট। লন্ডনের বার্মিংহাম রয়েল সুইট মিলনায়তনে রবিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেবেন সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানে তিনি ট্যালেন্ট শিক্ষার্থীদের এ্যাওয়ার্ড প্রদানের পাশাপাশি একক সঙ্গীত ও পরিবেশন করবেন। তার সঙ্গে যাচ্ছে বাংলাদেশের প্রখ্যাত তবলাবাদক চন্দন দত্ত, কণ্ঠশিল্পী জাহাঙ্গীর সাঈদ ও কীবোর্ড বাদক রূপতনু শর্মা। লন্ডনে যাওয়ার আগের দিন বৃহস্পতিবার কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন জনকণ্ঠকে বলেন, আমার অনেক ভাল লাগছে যে, বাংলাদেশের প্রবাসী মেধাবী ছেলেমেয়েদের এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আমাকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমাদের দেশের অনেক ছেলেমেয়ে আছে যারা বিদেশে পড়া-লেখা, গান-বাজনা বা অন্যান্য বিষয়ে যথেষ্ট মেধার পরিচায় দিয়ে থাকে। বাঙালী হয়ে আমার গর্ব হয়, আমাদের দেশকে, আমাদের ভাষাকে তারা বিশ্বের কাছে সুনামের সঙ্গে তুলে ধরতে পারছে। সাবিনা ইয়াসমিন জানান, অনুষ্ঠান শেষে আগামী ১৬ নবেম্বর তারা দেশে ফিরবেন।
×