ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়

ফিশারিজের ৩৫ শিক্ষার্থী মালয়েশিয়া যাচ্ছে আজ

প্রকাশিত: ০৪:২৪, ৬ নভেম্বর ২০১৬

ফিশারিজের ৩৫ শিক্ষার্থী মালয়েশিয়া যাচ্ছে আজ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম ভেটেরিনারি ও এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ১ম ব্যাচের ৩৫ শিক্ষার্থী ইন্টার্নশীপ করতে আজ মালয়েশিয়া যাচ্ছে। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। আজ রবিবার মালয়েশিয়ার ‘ইউনিভার্সিটি মালয়েশিয়া তেরেঙ্গানো’র উদ্দেশে যাত্রা করবে এসব শিক্ষার্থী। গত ৩০ সেপ্টেম্বর ২০১৬ শিক্ষা ও গবেষণা বিনিময়ের লক্ষ্যে স্বাক্ষরিত সমঝোতা চুক্তি (এমওইউ) হয় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মালয়েশিয়ায় ইণ্টার্নশীপে থাকাকালীন ছাত্রছাত্রীরা অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থা, বিশ্ববিদ্যালয়ে থাকার ব্যবস্থা, শিক্ষা গ্রহণ, শিক্ষা সফরসহ বিভিন্ন সুযোগ-সুবিধা পাবে। এসব শিক্ষার্থী এক মাস বিনা খরচে সেখানে ইন্টার্নশীপ কার্যক্রম সম্পন্ন করবে। চুক্তি অনুযায়ী ৬ নবেম্বর হতে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত মৎস্যবিজ্ঞান অনুষদের ১ম ব্যাচের ৩৫ জন শিক্ষার্থী উক্ত বিশ্ববিদ্যালয়ে অবস্থান প্রশিক্ষণ গ্রহণ করবে। রাখাইন যুবক টেকনাফে ভোটার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে অবৈধভাবে অবস্থানরত মিয়ানমারের নাগরিক এক রাখাইন যুবক ভুয়া পরিচয়ে টেকনাফে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মিয়ানমার আকিয়াব জেলার মংডু থানার খালেরকুল পাড়ার বাসিন্দা মংজ্যউ বেশ কয়েক বছর ধরে টেকনাফের হোয়াইক্যং খারাংখালীর রাখাইন পাড়ায় অবৈধভাবে বসবাস করে আসছে। ভৈরবে সংঘর্ষে নিহত এক, আহত ২৫ নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ৫ নবেম্বর ॥ শনিবার দুপুরে ভৈরবের সাদেকপুরের রসুলপুর এলাকায় আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে অহিদুজ্জামান (৩২) নামে একজন মারা যায়। আহত হয় ২৫ জন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে ইকন আলী নামে একজনকে মুমূর্ষু অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকার ফজলু মাস্টার ও মুসলিম মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে ফজলু মাস্টার গ্রুপের অহিদ মুসলিম মিয়া বাড়ির লোকদের সঙ্গে বিরোধ হয়। এ ঘটনায় উভয়পক্ষ দা, বল্লম, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ২৫ জন আহত হয়। বিনামূল্যে ছাগল বিতরণ নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর, নেত্রকোনা, ৫ নবেম্বর ॥ দুর্গাপুর উপজেলায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী দুস্থ মহিলাদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণের মাধ্যমে ইন্টিগ্রেটেড এনভায়রনমেন্ট ডেভেলপমেন্ট সোসাইটি (আইইডিএস) উদ্যোগে দুস্থ আদিবাসী ৪৩ মহিলা সদস্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়। শনিবার বিরিশিরি ইউনিয়নের গোয়ালিদের, তেলুঞ্জিয়া ও দুর্গাপুর পৌরসভার উৎরাইল গ্রামে এই ছাগল বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশীদ। কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ২০১৫ সালের ৪র্থ ও ৭ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় কৃতী ছাত্র-ছাত্রী এবং বিশ্ববিদ্যালয়, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নির্বাচিত গরিব-মেধাবী ৩৮৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তি ও সনদপত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি সেনা রিজিয়নের কমান্ডার স ম মাহবুব উল আলম, এসজিপি, পিএসপি। পরে ৩৮৬ ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সনদ পত্র বিতরণ করা হয়।
×