ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নববধূ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ০৪:৩০, ১০ অক্টোবর ২০১৬

নববধূ হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ নববধূ জুথি হত্যার আসামি গ্রেফতার ও ফাঁসির দাবিতে রবিবার সকালে আইকে রোডের জয়নগরে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছে। এলাকাবাসীর পক্ষ থেকে এসব কর্মসূচীর আয়োজন করা হয়। ঘণ্টাকালব্যাপী অবরোধে সড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি হয়। বক্তব্য দেনÑ ইউপি চেয়ারম্যান বাবলু মালিথা, শিশির, সালমা। স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর বাজারের পাবলিক টয়লেট এবং অটোস্ট্যান্ড দখল করেছে শ্রমিকলীগের নামধারী কতিপয় প্রভাবশালী। তাদের বাধা দিতে গিয়ে সশস্ত্র হামলার শিকার হয়েছে পাঁচ অটোচালক। সূত্রমতে, দখলকারীরা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছাড়াও জেলা অটোরিক্সা ও আলফা শ্রমিক ইউনিয়নের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছে। এছাড়া রহমতপুর বাজার থেকে দেহেরগতির দারোগারহাট রুটে চলাচলকারী ব্যাটারি চালিত ইজিবাইকসহ প্রতিটি যানবাহন এবং পাবলিক টয়লেটে বাধ্যতামূলক চাঁদা নির্ধারণ করে দিয়েছে। স্থানীয় মন্টু হাওলাদার, মোস্তফা হাওলাদার, শাহিন সরদার, কাজী স্বপন, খলিল বেপারীসহ একাধিক ব্যক্তি জানান, পূর্ব দেহেরগতি গ্রামের মাদক বিক্রেতা সন্ত্রাসী জহিরুল ইসলাম সোহাগ ওরফে গাঁজা সোহাগের নেতৃত্বে ৩০-৩৫ সশস্ত্র সন্ত্রাসী শুক্রবার দুপুরে রহমতপুর বাজারের অটোস্ট্যান্ডে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা অটোশ্রমিক ইউনিয়নের নেতাদের মারধর করে তাড়িয়ে দিয়ে অটোস্ট্যান্ড দখল করে জেলা অটোরিক্সা ও আলফা শ্রমিক ইউনিয়নের নামে সাইনবোর্ড ঝুলিয়ে দেয়। পরে তারা অটোস্ট্যান্ডের পার্শ্ববর্তী পাবলিক টয়লেট দখল করে সেখানে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি টানিয়ে দেয়। এ ছাড়াও ব্যাটারি চালিত প্রতিটি ইজিবাইক থেকে প্রতিদিন বাধ্যতামূলক ২০ টাকা ও পাবলিক টয়লেটে জনপ্রতি পাঁচ টাকা হারে চাঁদা আদায় শুরু করে। সোহাগের নেতৃত্বে গত দুইদিন থেকে চাঁদা আদায় করে আসছে মনু মিয়া, সুমন খলিফা, জুয়েল ফরাজী, নুর ইসলাম, জালাল মিস্ত্রি, মিঠু, নয়ন ও সজীব। রবিবার দুপুরে দেখা গেছে, পাবলিক টয়লেটের দেয়ালে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়ে বাজারের টয়লেট এবং অটোস্ট্যান্ডের দখল করা হয়েছে। সেখানে বরিশালের প্রভাবশালী এক আওয়ামী লীগ নেতার ছবির সঙ্গে দখলকারীদের ছবি সম্বলিত শুভেচ্ছা ব্যানার বিলবোর্ড আকারে সেঁটে দেয়া হয়েছে। এদিকে পাবলিক টয়লেটের সঙ্গে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টানিয়ে দখলের ঘটনায় এলাকায় তোলপাড় শুরু হয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যেও সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ। কিন্তু দখলকারীরা প্রভাবশালী সন্ত্রাসী হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না।
×