ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিষয়ে জিরো টলারেন্স ॥ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ০৪:০৫, ৮ অক্টোবর ২০১৬

সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদ বিষয়ে জিরো টলারেন্স ॥  স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সাম্প্রদায়িকতা ও জঙ্গীবাদের বিষয়ে জিরো টলারেন্স। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্প্রীতির দেশ হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করেছে বাংলাদেশ। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের সব মানুষের সহাবস্থান রয়েছে। আর এটাই চেয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের সিবিসিবি সেন্টারে বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশন ও ৫ম কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। সম্মেলন উদ্বোধন করেন ঢাকার আর্চবিশপ প্যাট্রিক ডি’ রোজারিও। এ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি জর্জ রোজারিও এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথি ছিলেনÑ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জুয়েল আরেং এমপি, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রানা দাশগুপ্ত, জাতীয় চার্চ পরিষদের সভাপতি জয়ন্ত অধিকারী, ন্যাশনাল খ্রিস্টিয়ান ফেলোশিপের সভাপতি বিশপ ফিলিপ অধিকারী, দি খ্রীস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের প্রেসিডেন্ট বাবু মার্কুস গমেজ, খ্রীস্টান এ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব নির্মল রোজারিও ও দি মেট্রোপলিটান খ্রীস্টান কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান আগস্টিন পিউরিফিকেশন। সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে সারাদেশ থেকে ৭৫টি শাখা সংগঠনের ছয় শতাধিক কাউন্সিলর ও প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধের বড় অর্জন হলো ‘অসাম্প্রদায়িক বাংলাদেশ’। একটি মহল তা নস্যাত করার ষড়যন্ত্রে সক্রিয় রয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করতে হবে।
×