ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে শারদীয় নাট্যোৎসব শুরু আজ

প্রকাশিত: ০৩:৪৮, ৮ অক্টোবর ২০১৬

রাজধানীতে শারদীয় নাট্যোৎসব শুরু আজ

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর রাজারবাগের বরদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে ‘চার দিনব্যাপী নাট্যোৎসব ২০১৬।’ হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ‘শারদীয় দুর্গাপূজাকে ঘিরে আজ ৮ অক্টোবর থেকে সম্রাট আকবরের প্রধান সেনাপতি মানসিংহের স্মৃতিবিজড়িত গঙ্গাসাগর দীঘিবক্ষের কুলছুঁয়ে অবস্থিত এমফ মন্দিরে বর্ণাঢ্য এ নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। আসরের উদ্বোধনী মঞ্চে আজ পরিবেশিত হবে দেশের ঐতিহ্যবাহী যাত্রাদল দেশ অপেরার নন্দিত পালা ‘বাংলার মহানায়ক’। বরেণ্য যাত্রানট মিলন কান্তি দে রচিত আলোচিত এই পালাটি নির্দেশনা দিয়েছেন সংস্কৃতিজন লায়ন চিত্তররঞ্জন দাস। উৎসবে আগামীকাল ৯ অক্টোবর সন্ধ্যায় উৎসবে মঞ্চ হবে ত্রপা মজুমদারের নির্দেশনায় মঞ্চাঙ্গনের দর্শকনন্দিত নাটক ‘মুক্তি’। আমেরিকান নাট্যকার লি ব্লেসিং রচিত ও মিজারুল কায়েস অনূদিত এ নাটকটি প্রযোজনা করেছে দেশের প্রথম সারির নাট্য সংগঠন থিয়েটার। ১০ অক্টোবর মঞ্চায়নে থাকছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম উপজীব্য করে নির্মিত প্রাঙ্গণেমোর নাট্যদলের মঞ্চ সফল প্রযোজনা ‘আমিও রবীন্দ্রনাথ।’ উৎসবের সমাপনী দিনে বিশেষ আকর্ষণ হিসেবে রয়েছে মঞ্চ ও চলচ্চিত্র শিল্পীদের অভিনয়ে নির্মিত অগ্নিবীণা প্রযোজিত ও লায়ন চিত্তরঞ্জন দাস নির্দেশিত নাটক ‘ঢাকার অসুখ ডাক্তার চাই।’ এ প্রসঙ্গে নাট্যোৎসবের আহ্বায়ক লায়ন চিত্তরঞ্জন দাস জনকণ্ঠকে বলেন, ১৯৯৫ সাল থেকেই আমরা নাট্যোৎসবের আয়োজন করছি। এক সময় ভক্ত গিরিশ, ভক্ত প্রহ্লাদ, মহারাজা হরিশ চন্দ্র, রাম-সীতা প্রভৃতি পৌরাণিক এবং ঐতিহাসিক নাটক করতাম। এটা এক অর্থে আমাদের মতো করে আমাদের নির্মাণ, আমাদের আনন্দ, আমাদের আঞ্চলিক আবহের মধ্য দিয়ে উদযাপন শুরু ও শেষ ছিল। এবার আমরা আমাদের বৈচিত্র্যপূর্ণ নাট্যোৎসব ও সাংস্কৃতিক আয়োজন নিয়ে উপস্থিত দর্শকদের বিনোদন দিতে পারব। এ উৎসব শারদীয় দুর্গাপূজার আয়োজনকে সমৃদ্ধ করবে বলে মনে করি। উৎসবে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে চিত্তরঞ্জন দাস বলেন নিরাপত্তা ব্যবস্থা অবশ্যই ভাল। এ বিষয়ে সবুজবাগ থানার গুণীজনদের নিয়ে একটি বিশেষ কমিটি করা হয়েছে। তাদের তত্ত্ব¡াধবধানে নিরাপত্তা ব্যবস্থা সর্বক্ষণিক মনিটর করা হচ্ছে। পাশাপাশি শান্তিশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যরা সদ তৎপর রয়েছেন।
×