ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

অর্থের অভাবে সংস্কার কাজ করতে পারছে না ছোট পোশাক কারখানা

প্রকাশিত: ০৪:৩৪, ৪ অক্টোবর ২০১৬

অর্থের অভাবে সংস্কার কাজ করতে পারছে না ছোট পোশাক কারখানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোশাক শিল্পের ওপর ইউরোপ আমেরিকার নজরদারি সংস্থা এ্যাকর্ড ও এলায়েন্সের শর্ত অনুযায়ী ভবনের নিরাপত্তা এবং কর্মপরিবেশ উন্নয়ন কাজ করছে বেশিরভাগ বড় তৈরি পোশাক কারখানা। তবে অর্থের অভাবে বিপাকে পড়েছে মাঝারি ও ছোট প্রায় দেড় হাজার প্রতিষ্ঠান। এই সংস্কার কাজের জন্য জাইকা, আইএফসি, ইউএসএইডসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা স্বল্প সুদে ঋণ দিলেও নানা শর্তের বেড়াজাল এবং উচ্চ সুদের কারণে তা নিতে আগ্রহী হচ্ছে না সংশ্লিষ্ট পোশাক কারখানাগুলো। এক্ষেত্রে সুদের হার পাঁচ শতাংশ করার দাবি সংশ্লিষ্টদের। রানা প্লাজা ধসের পর পোশাক কারখানাগুলোর কর্মপরিবেশ উন্নয়নে নানা শর্ত জুড়ে দেয় ইউরোপ-আমেরিকার ক্রেতা জোট এ্যাকর্ড ও এলায়েন্স। দেয় বিভিন্ন ধাপে সংশোধনের পরিকল্পনা। বড় পোশাক কারখানাগুলো এ ক্ষেত্রে উতরে গেলেও মাঝারি ও ছোট পোশাক কারখানার সংস্কার কাজ থমকে যায় অর্থাভাবে। ফলে শুধু জাইকা-আইএফসির দেয়া ৫০০ কোটি টাকা ঋণের বড় অংশই পড়ে আছে অব্যবহৃত। জিপিএইচ ইস্পাতের ডরমেটরির ভিত্তি স্থাপন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামের সীতাকু- উপজেলার কুমিরায় জিপিএইচ ইস্পাত কারখানা এলাকায় স্থাপন করা হয়েছে প্রশাসন ও ডরমেটরি ভবনের ভিত্তি। জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনলোজিস জিএমবিএইচ’র সিইও ড. হেনরিক ম্যাক্সিমিলিয়ান রোর্হলের উপস্থিতিতে রবিবার এই ভিত্তি স্থাপন করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ইস্পাত শিল্পে জিপিএইচ কর্তৃক চট্টগ্রামে এশিয়ার আধুনিক যন্ত্রপাতি স্থাপনপূর্বক এই খাতে নতুন দিগন্তের বাস্তবায়ন শুরু হয়ে গেছে। জিপিএইচ গ্রুপ চেয়ারম্যান পরিসংখ্যান দিয়ে তিনি বলেন, মোট প্রকল্প ব্যয়ের ৩০ ভাগ ইক্যুইটি জিপিএইচ এর। তাছাড়া আমরা ইউসিবির নেতৃত্বে দেশের ১২টি ব্যাংকের কনর্সোটিয়ামের মাধ্যমে ১৫৪ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদানের চুক্তি, ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট এ্যান্ড কন্সট্রাকশন ম্যানেজমেন্টের জন্য ভারতের বিশ্বখ্যাত এমএন দাস্তুর লিমিটেডের সঙ্গে চুক্তি, চীনের সিচুয়ান এয়ার সেপারেশন প্লান্ট কোম্পানির সঙ্গে দৈনিক ২৫০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস ও তরলাকারে অক্সিজেন, নাইট্রোজেন ও আর্গন উৎপাদনের জন্য চুক্তি সম্পাদন করেছি। জিপিএইচ’র এই উদ্যমী ও গতিশীল প্রচেষ্টা উপমহাদেশে ইস্পাত শিল্পে বিপ্লব ঘটাবে।
×