ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

খাদ্য এবং খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতির চাপ বেড়েছে শহরে

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে

প্রকাশিত: ০৪:১৬, ৭ সেপ্টেম্বর ২০১৬

আগস্টে  সার্বিক মূল্যস্ফীতি কমেছে

স্টাফ রিপোর্টার ॥ চলতি অর্থবছর শুরু হয়েছিল লক্ষ্যমাত্রার চেয়ে কম মূল্যস্ফীতি নিয়ে। জুলাইয়ের পর আগস্টেও সেই ধারা অব্যাহত থেকেছে। আগস্টে সার্বিক মূল্যস্ফীতি পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে কমে দাঁড়িয়েছে ৫ দশমিক ৩৭ শতাংশ। যা তার আগের মাস জুলাইতে ছিল ৫ দশমিক ৪০ শতাংশ। চলতি অর্থবছরে মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য সাংবাদিকদের দেন। এ সময় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ভারপ্রাপ্ত মহাপরিচালক বাইতুল আমিন ভুঁইয়া, পরিকল্পনা সচিব তারিক-উল-ইসলাম, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য (সিনিয়র সচিব) প্রফেসর ড. শামসুল আলমসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিকল্পনামন্ত্রী বলেন, আগস্টে মূল্যস্ফীতি ৫ দশমিক ৩৭ শতাংশ, যা সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সর্বনিম্ন। মূল্যস্ফীতি আমাদের প্রত্যাশার মধ্যেই রয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হালনাগাদ তথ্যে জানা গেছে, আগস্টে খাদ্যপণ্য ও খাদ্য বহির্ভূত পণ্য- দুই খাতেই মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় কিছুটা কমেছে। আগস্টে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৪ দশমিক ৩০ শতাংশে, যা এর আগের মাসে ছিল ৪ দশমিক ৩৫ শতাংশ। আবার আগস্ট মাসে খাদ্য বহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি হয়েছে ৭ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ৯৮ শতাংশ। এদিকে গ্রামের চেয়ে শহর অঞ্চলে মূল্যস্ফীতির চাপ বেড়েছে। জুলাই মাসের তুলনায় আগস্টে শহরে খাদ্য এবং খাদ্য বহির্ভূত উভয় খাতে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। শহর অঞ্চলে আগস্টে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক ১৫ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ শতাংশ। এছাড়া খাদ্যপণ্যের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৩৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৬ দশমিক ১১ শতাংশে। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৭ দশমিক ৯৯ শতাংশ, যা আগের মাসে ছিল ৭ দশমিক ৯৮ শতাংশে? বিবিএসের হিসাবে দেখা গেছে, চাল, মাছ-মাংস, ডিম, শাক-সবজি, তেল, মসলা এবং ফল এর দাম জুলাইয়ের তুলনায় আগস্টে শতকরা ১ দশমিক ৭৭ ভাগ বেড়েছে। আর পোশাক, জ্বালানি, বাড়ি ভাড়া, আসবাবপত্র-গৃহস্থালী, চিকিৎসা, পরিবহন, শিক্ষা উপ-খাতে পণ্যের দাম একই সময়ে বেড়েছে দশমিক শূন্য ৯ ভাগ। বিবিএসের তথ্য অনুযায়ী, আগস্টে গ্রামে সার্বিক মূল্যস্ফীতি কমে হয়েছে ৪ দশমিক ৪১ শতাংশ, যা তার আগের মাসে ছিল ৪ দশমিক ৫৪ শতাংশ। খাদ্য পণ্যে মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৩ দশমিক ৪০ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৩ দশমিক ৫৯ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত পণ্যে আগস্ট মাসে মূল্যস্ফীতি কিছুটা বেড়ে হয়েছে ৬ দশমিক ২৮ শতাংশে, যা তার আগের মাসে ছিল ৬ দশমিক ২৬ শতাংশ। আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মানুষের মজুরি বৃদ্ধির হার কিছুটা কমেছে। বিবিএসের জাতীয় মজুরি হার সূচকে দেখা গেছে, আগস্টে মজুরি বৃদ্ধির হার কিছুটা কমে হয়েছে ৬ দশমিক শূন্য ৬ শতাংশ, যা চলতি অর্থবছর শুরুর মাস জুলাইতে ছিল ৬ দশমিক ১৩ শতাংশ।
×