ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নাট্যযোদ্ধা সম্মাননা পেলেন গোলাম কুদ্দুছ

প্রকাশিত: ০৪:২৯, ২১ আগস্ট ২০১৬

নাট্যযোদ্ধা সম্মাননা পেলেন গোলাম কুদ্দুছ

স্টাফ রিপোর্টার ॥ ‘নাট্যযোদ্ধা সম্মাননা পদক ২০১৬’ পেলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ। কুদ্দুছকে ‘নাট্যযোদ্ধা সম্মাননা’ পদক ২০১৬ প্রদান করা হয়েছে। ঢাকার মাদারটেকে ভিক্টোরী স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় এক আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। নাট্যসংগঠন নাট্যযোদ্ধা আয়োজিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী, বাংলাদেশ পথনাটক পরিষদের সাধারণ সম্পাদক আহমেদ গিয়াস, বাংলাদেশ শিশু সংগঠন ঐক্যজোটের সাধারণ সম্পাদক নিয়াজ আহমেদ, দনিয়া সাংস্কৃতিক জোটের সাংগঠনিক সম্পাদক এইচ আর অনিক, নাট্যযোদ্ধার উপদেষ্টা আব্দুল্লা জাফর ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন এবং জনপ্রতিনিধি আকবর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাট্যযোদ্ধার সভাপতি ফয়সাল আহমেদ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। অনুষ্ঠানে স্থানীয় সংস্কৃতিকর্মী ছাড়াও উপস্থিত ছিল কলেজের বিপুল সংখ্যক ছাত্রছাত্রী। সম্মাননা পাওয়ার পর প্রতিক্রিয়ায় গোলাম কুদ্দুছ বলেন, কাজের স্বীকৃতিস্বরূপ যে কোন পুরস্কার বা সম্মাননা খুবই আনন্দের। এতে কাজের প্রতি আরও দায়বদ্ধতা বেড়ে যায়। আজ আমাকে যে সম্মাননা দেয়া হলো, আমি সত্যিই নাট্যযোদ্ধার কাছে কৃতজ্ঞ। তিনি তরুণদের দেশপ্রেম ও মানবিক চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণ সৃষ্টির আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নাট্যযোদ্ধার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
×