ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বেলুচিস্তান নিয়ে মোদির মন্তব্য সমর্থন কারজাইয়ের

প্রকাশিত: ০৪:১৮, ২১ আগস্ট ২০১৬

বেলুচিস্তান নিয়ে মোদির মন্তব্য সমর্থন কারজাইয়ের

আফগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই শুক্রবার বেলুচিস্তানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেয়া বিবৃতির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, পাকিস্তানের উস্কানির জবাব দেয়ার সম্পূর্ণ অধিকার রয়েছে ভারতের। খবর হিন্দু ও ডন অনলাইনের। কারজাই তার দিল্লী সফরের সময় বলেন, পাকিস্তানী কর্তৃপক্ষ আফগানিস্তান ও ভারতের ব্যাপারে অবাধে মন্তব্য করে। কিন্তু এবারই প্রথম যে, ভারতের প্রধানমন্ত্রী বেলুচিস্তানের ব্যাপারে কথা বললেন। কারজাই বলেন, তার পরও আমি মনে করি, এ অঞ্চলে কোন প্রক্সি যুদ্ধে যাওয়ার (অন্যকে দিয়ে লড়াই করানো) ইচ্ছা ভারতের নেই। কারণ দেশটির শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। তিনি বলেন, এ অঞ্চলে প্রক্সি যুদ্ধে যাওয়া উচিত নয়। তালেবানের প্রতি সমর্থনের জন্য পাকিস্তানের কাছে প্রায়ই প্রতিবাদ জানাতেন কারজাই। মোদি গত সপ্তাহে এক সর্বদলীয় বৈঠকে এবং স্বাধীনতা দিবসে তার ভাষণে পাকিস্তানে বালুচরা যে নির্যাতনের সম্মুখীন, তা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, তিনি বালুচদের কাছ থেকে অনেক বার্তা পেয়েছেন। কারজাই এক সাক্ষাতকারে হিন্দু পত্রিকাকে বলেন, পাকিস্তানে রাষ্ট্রীয় কাঠামোর সহায়তায় জন্ম নেয়া চরমপন্থীদের হাতে চরম দুর্ভাগের শিকার হচ্ছে বালুচরা। তাই তাদের দুর্ভোগ উদ্বেগের কথা প্রচারিত হওয়া উচিত। তিনি বলেন, মোদির এ বিবৃতিতে পাকিস্তান সরকারকে পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করতে হবে। কারজাই অতীতে পাকিস্তানকে সমর্থনের জন্য যুক্তরাষ্ট্রকেও দোষারোপ করেছেন।
×