ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দ্রুততম মানবী জ্যামাইকার টম্পসন

প্রকাশিত: ০৫:১৩, ১৫ আগস্ট ২০১৬

দ্রুততম মানবী জ্যামাইকার টম্পসন

ট্রেবল জয়ের দারুণ সুযোগ ছিল। গত দুই অলিম্পিকের দ্রুততম মানবী শেলী এ্যান ফ্রেজার-প্রাইস সেটা পারেননি। এবার অবশ্য ধরেই নেয়া হয়েছিল তার শ্রেষ্ঠত্ব খর্ব হবে। এর পরিবর্তে ধারাবাহিকভাবে দুর্দান্ত নৈপুণ্য দেখানো হল্যান্ডের ড্যাফনে শিপার্সের দিকে দৃষ্টি ছিল সবার। তিনিও পারেননি। এই দুই বড় প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে বিশ্বের নতুন দ্রুততম মানবী হয়েছেন জ্যামাইকার এলেইন টম্পসন। ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে তিনি এবার রিও অলিম্পিকে ট্র্যাক এ্যান্ড ফিল্ডের সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টের স্বর্ণপদক জিতেছেন। এটি তার ক্যারিয়ারের ব্যক্তিগত ইভেন্টে প্রথম সোনা জয়। শিপার্স কোন পদকও জিততে পারেননি। পঞ্চম হয়ে হতাশ করেছেন এ ডাচ তারকা। ২০০৮ সাল থেকেই শেলী ১০০ মিটারে নিজের আধিপত্য ধরে রেখেছিলেন। ২০১১ সালের বিশ্ব আসরের বাজে নৈপুণ্যটা (চতুর্থ) বাদ দিলে তিনি অপ্রতিরোধ্যই। ২০০৯, ২০১৩ ও ২০১৫ সালের বিশ্ব আসরে শেলীকে ছুঁতে পারেননি কেউ। ২০১২ অলিম্পিকেও দ্রুততম মানবী হন ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে। গত বছর বেজিংয়ের বিশ্ব আসরে ১০.৭৬ সেকেন্ড টাইমিং নিয়ে সেরা হওয়ার পর এবার এ জ্যামাইকান মহিলা স্প্রিন্টারই ছিলেন অন্যতম ফেবারিট। তবে বছরের শুরু থেকে তার সতীর্থ এলেইন ক্রমেই নিজেকে দ্রুততম করে তুলছিলেন। এ বছরের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা ২৪ বছর বয়সী এলেইন এবার জ্যামাইকার অলিম্পিক ট্রায়ালেও সবাইকে পেছনে ফেলেছিলেন। এলেইন বা শেলী যে কেউ দেশের পক্ষে রিও অলিম্পিকে স্বর্ণ জিতবেন সেই প্রত্যাশা ছিল দেশটির। ২৯ বছর বয়সী শেলীর হ্যাটট্রিক হয়নি ঠিকই। কিন্তু ব্রোঞ্জ জিতেছেন ১০.৮৬ সেকেন্ড টাইমিং নিয়ে। এরপর তিনি বলেন, ‘আমি যেটা নিয়ে সবচেয়ে খুশি সেটা হচ্ছে ১০০ মিটারের খেতাবটা জ্যামাইকারই আছে। আমি আমার অনুশীলনের সতীর্থের সঙ্গে পোডিয়ামে দাঁড়িয়ে জ্যামাইকার জন্য গর্বিত।’ এলেইন মান রেখেছেন জ্যামাইকার। তিনি ১০.৭১ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জয় করেন। যদিও ব্যক্তিগত সেরা টাইমিংয়ের চেয়ে রিওতে ০.০১ সেকেন্ড বেশি নিয়েছেন, কিন্তু অলিম্পিকে প্রথম স্বর্ণ এবং ক্যারিয়ারে ব্যক্তিগত ইভেন্টে প্রথম স্বর্ণ জিতে দারুণ খুশি এলেইন। তিনি বলেন, ‘আমি যখন লাইন ক্রস করলাম এবং দৃষ্টি হেনে দেখলাম যে আমি এটা পেরেছি তখন ঠিক বুঝে উঠতে পারছিলাম না কিভাবে তা উদযাপন করব।’ যুক্তরাষ্ট্রের টোরি বাউয়ি চলতি বছর দারুণ ফর্মে ছিলেন। তিনি ১০.৮৩ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। কিন্তু হতাশা ভর করেছে ডাচ সুন্দরী শিপার্সের ওপর। গত বিশ্ব আসরে ১০.৮১ সেকেন্ড টাইমিংয়ে রৌপ্য জয় করা এ তারকা নিজেকেই ছুঁতে পারেননি। ১০.৯০ সেকেন্ডে শেষ করে হয়েছেন পঞ্চম।
×