ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় শাহ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উৎসব

প্রকাশিত: ০৩:৫৯, ৩১ জুলাই ২০১৬

নেত্রকোনায় শাহ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উৎসব

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ বাউল সাধক শাহ্ আবদুল করিমের জন্ম শতবার্ষিকী উপলক্ষে নেত্রকোনা সদরের পাবলিক হলে শুক্রবার ও শনিবার দু’দিনব্যাপী ‘শাহ্ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উৎসব অনুষ্ঠিত হয়েছে। শাহ্ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদ ও নেত্রকোনা পর্ষদ যৌথভাবে এ উৎসবের আয়োজন করে। শুক্রবার সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উৎসবের উদ্বোধন করেন বরেণ্য শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার। বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও শাহ্ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক শফী আহমেদ। আবুল ফারাহ্ পলাশের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- কবি অধ্যাপক সরোজ মোস্তফা, রাজুরবাজার কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ গোলাম মোস্তফা প্রমুখ। এছাড়া আ ফ ম রফিকুল ইসলাম খান আপেলের সভাপতিত্বে শনিবার বিকেলে দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন শাহ্ আবদুল করিম জন্ম শতবার্ষিকী উদ্যাপন জাতীয় পর্ষদের সদস্যসচিব হাসান আরিফ। দু’দিনব্যাপী উৎসবে প্রখ্যাত লোকশিল্পী কাননবালা সরকার, আকরাম উল-ইসলাম, বিমান চন্দ্র বিশ্বাস, বাউল সুনীল কর্মকার, সিরাজ উদ্দিন খান পাঠান, উমেদ আলী, দিলবাহার খান, আবুল বাসার, শান্তা সরকার, সূর্যলাল, গৌরী সরকার, সুশেন সরকার, প্রদীপ প-িত, সবুজ মিয়াসহ নেত্রকোনা ও দেশের নানা প্রান্তের শিল্পীরা গান পরিবেশন করেন। এছাড়া দলীয় গান পরিবেশন করে নেত্রকোনার শতদল সাংস্কৃতিক একাডেমির শিল্পীরা।
×