ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার শফিক মাস্টার ৫ দিনের রিমান্ডে

প্রকাশিত: ০৫:১৫, ১৪ জুন ২০১৬

দিনাজপুরে ইতালীয় নাগরিক হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার শফিক মাস্টার ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ইতালীয় নাগরিক ধর্মযাজক ডাঃ পিয়েরো পিচম হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি সাখাওয়াত হোসেন শফিক মাস্টারকে (২৬) সোমবার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দিনাজপুর ডিবি পুলিশের এসআই হাফিজুর রহমান রবিবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এফএম আহসানুল হকের আদালতে আবেদন করেন। আবেদনে সাখাওয়াত হোসেন ওরফে শফিক মাস্টারকে শ্যোনএ্যারেস্ট এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চাওয়া হয়। সোমবার বিচারক তাকে শ্যোনএ্যারেস্ট এবং জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিবি পুলিশের সূত্র জানায়, শফিক মাস্টারকে গাইবান্ধা কারাগার থেকে নিয়ে এসে রিমান্ড অনুযায়ী জিজ্ঞাসাবাদ করা হবে। এই চাঞ্চল্যকর মামলার পলাতক আসামি গাইবান্ধার সাঘাটা উপজেলার বেড়াহলদিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে সাখাওয়াত হোসেনকে (শফিক মাস্টার) গত ৭ জুন পুলিশ অস্ত্রসহ গ্রেফতার করে। এই ঘটনায় সাঘাটা থানায় একটি মামলা করা হয়। গত বছরের ১৮ নবেম্বর সকাল ৭টা ৪০ মিনিটে দিনাজপুর শহরে মির্জাপুর বাসস্ট্যান্ডের পাশে জেএমবি সদস্যদের গুলিতে ইতালীয় নাগরিক ধর্মযাজক ডাঃ পিয়েরো পিচম গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে নিয়ে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসা শেষে গত বছর ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি ইতালীতে ফিরে যান। এ ঘটনায় জেএমবির শীর্ষ ক্যাডার গাইবান্ধার পলাশবাড়ীর মনোহরপুর গ্রামের সাখাওয়াত হোসেনের পুত্র শরিফুল ইসলাম ওরফে ডেসিন ওরফে সিফাত ওরফে জিতকে পুলিশ গ্রেফতার করে। সে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। জবানবন্দীতে সাখাওয়াত হোসেন ওরফে শফিক মাস্টার এ ঘটনার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয়। উল্লেখ্য, এই চাঞ্চল্যকর মামলায় দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি এ্যাডভোকেট আবু আলা মোঃ মাহবুবুর রহমান ওরফে ভুট্টোসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলহাজতে আটক রয়েছে।
×