ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বকেয়া দাবিতে ঝিনাইদহ সওজ অফিসে তালা দিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৪:১৯, ১০ জুন ২০১৬

বকেয়া দাবিতে ঝিনাইদহ সওজ অফিসে তালা  দিয়ে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ, ৯ জুন ॥ বকেয়া টাকার দাবিতে ঝিনাইদহ সড়ক ও জনপথ বিভাগের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন ঠিকাদাররা। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করেন। সে সময় বক্তৃতা করেন- ঠিকাদার সরোয়ার জাহান বাদশা, এম হাকিম আহমেদ, সোহরাব হোসেন, রাশিদুর রহমান রাসেল, বাবুল আজাদ, জেএম রফিকুল ইসলাম প্রমুখ। ঠিকাদাররা বলেন, ঝিনাইদহে সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের অনিয়ম ও দুর্নীতির কারণে তারা পিএমপি (মাইনর) মেন্টেনেন্স খাতের ২০১১-১২ অর্থবছরের ৪৮টি কাজের তিন কোটি ৩৩ লাখ টাকা ও ২০১২-১৩ অর্থবছরের ৫৭টি কাজের চার কোটি ৯০ লাখ ৫২ হাজার টাকা বিল বকেয়া রয়েছে। বিভিন্ন সময়ে অফিসে ধরনা দিয়েও তারা পাওনা টাকা পাচ্ছেন না। ফলে ঠিকাদাররা পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। আগামী ১২ জুনের মধ্যে বকেয়া টাকা পরিশোধ করা না হলে কঠোর কর্মসূচীর ঘোষণা দেয়া হবে বলে ঠিকাদাররা হুঁশিয়ারি প্রদান করেন।
×