ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

থাইল্যান্ডে স্পিডবোট ডুবে ২ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

প্রকাশিত: ০৩:৫৬, ২৮ মে ২০১৬

থাইল্যান্ডে স্পিডবোট ডুবে ২ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২

থাইল্যান্ডের জনপ্রিয় অবকাশযাপন দ্বীপ কোহ সামুইয়ের অদূরে সমুদ্রে একটি যাত্রীবাহী স্পিডবোট ডুবে দুই বিদেশী পর্যটকের প্রাণহানি ও দুইজন নিখোঁজ হয়েছেন। থাইল্যান্ড উপসাগরে কোহ সামুই দ্বীপের উপকূলে একটি পাথুরে ঢালের কাছে বৃহস্পতিবার বিকেলে একটি ঢেউ স্পিডবোটে আছড়ে পড়ার পর এটি উল্টে যায়। এ সময় স্পিডবোটটিতে ৩২ পর্যটক ও চার ক্রু ছিলেন। খবর এএফপির। জেলা প্রধান পাইবন ওমার্ক শুক্রবার বলেন, ২৮ বছর বয়সী এক ব্রিটিশ নারী ও ২৯ বছর বয়সী এক জার্মান নারীর প্রাণহানি ঘটেছে। এছাড়া হংকংয়ের এক নারী ও যুক্তরাজ্য থেকে আসা এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে পুলিশ ও উদ্ধার কর্মীরা সন্ধান চালাচ্ছেন। তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, শুক্রবার স্থানীয় সময় সকাল আটটায় উদ্ধার অভিযান শুরু হয়েছে। দুর্ঘটনাস্থলের কাছে নৌপুলিশ ও উদ্ধার কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।
×