ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

নার্সদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশিত: ০৪:৪৪, ৩ মে ২০১৬

নার্সদের আন্দোলন প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের আশ্বাস পেয়ে আন্দোলন প্রত্যাহার করলেন আন্দোলনরত নার্সরা। রবিবার সকালে ধানম-ির নিজ বাসভবনে আন্দোলনরত নার্সদের এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠককালে নার্সদের দাবিসমূহ মানবিক বিবেচনায় নেয়ার আশ্বাস প্রদান করেন স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে নার্সদের উদ্দেশে তিনি বলেন, জ্যেষ্ঠতার ভিত্তিতে নার্স নিয়োগের বিষয়টি মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর তা চূড়ান্ত করা হবে। বৈঠক শেষে নার্স প্রতিনিধিদের শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান স্বাস্থ্যমন্ত্রী। বৈঠকে নার্স প্রতিনিধিরা জ্যৈষ্ঠতার ভিত্তিতে নিয়োগের মানবিক আবেদনের দাবি তুলে ধরেন। এ সময় মন্ত্রী তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন। শ্রীলঙ্কা সফরে স্বাস্থ্যমন্ত্রী ॥ শ্রীলঙ্কা সফররত স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সরকার দেশের মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে আরও বিনিয়োগ করবে। তিনি বলেন, মা ও শিশুমৃত্যুর হার কমানোর এমডিজি অর্জনে বাংলাদেশ সফল হয়েছে। গত সাত বছরে এক্ষেত্রে ব্যাপক উন্নয়ন অর্জিত হয়েছে। ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে মা ও শিশু স্বাস্থ্যের উন্নয়নে বিনিয়োগ বাড়ানো হবে। এখনও শিশুশ্রম প্রচলিত আইনে শিশুশ্রম নিষিদ্ধ। কিন্তু আর্থিক সঙ্গতির সুযোগ নিয়ে দরিদ্র পরিবারের শিশুকে অনেক অবাধে কায়িক ও ঝুঁকিপূর্ণ শ্রমে নিয়োগ করছে। আন্তর্জাতিক শ্রমিক দিবসে (১ মে) রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকা থেকে চাকা মেরামতরত শিশু শ্রমিকের ছবি তুলেছেন জনকণ্ঠের আলোকচিত্রী কেএইচ জসিম। প্রতীক্ষার বৃষ্টি দীর্ঘ প্রতীক্ষার পর রবিবার সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি নামে। একটানা অনেকদিন গরম থাকায় জনজীবনে স্বস্তির পরশ বুলিয়ে দেয় কাক্সিক্ষত এই বৃষ্টি। রাজধানীর বাইতুল মোকাররম এলাকায় হাত ধরাধরি করে রাস্তা অতিক্রমের সময় এক যুগলকে এভাবেই ক্যামেরাবন্দী করেন জনকণ্ঠের আলোকচিত্রী।
×