ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

যশোর অঞ্চলে বোরোর বাম্পার ফলন

প্রকাশিত: ০৪:০১, ২৫ এপ্রিল ২০১৬

যশোর অঞ্চলে বোরোর  বাম্পার ফলন

সাজেদ রহমান, যশোর অফিস ॥ যশোরে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে অর্ধেক ধান কাটা হয়ে গেছে। চাষীরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। গত বছর থেকে এবার ধানের দাম একটু বেশি থাকায় চাষীরা খুশি। তবে তারা ধানের দাম আরও বেশি হলে খুশি হতেন। যশোর অঞ্চলে (যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া) এবার বোরো ধানের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৩ লাখ ৬১ হাজার ২শ’ ২০ হেক্টর জমিতে। বোরো আবাদ হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৯৫ হেক্টর জমিতে। যশোর সদরের সুলতানপুরের জয়নাল আবেদিন এবার ১৪ বিঘা জমিতে জিরা মিনিকেট জাতের বোরো ধানের আবাদ করেছেন। প্রতি বিঘা জমিতে তার ২১ থেকে ২২ মণ ধান হয়েছে। একই কথা জানালেন ওই গ্রামের আব্দুর রশিদ মিয়া। তার ৭ বিঘা জমিতে ছিল বিআর-২৮ এবং ৩ বিঘা জমিতে ছিল জিরা মিনিকেট। ধানের ফলন হয়েছে ভাল। বিআর-২৮ প্রতি বিঘা জমিতে ২৩ মণ এবং জিরা মিনিকেট ২২ মণ করে হয়েছে। ররিবার যশোরের ধানের বাজার পুলেরহাটের খোঁজ নিয়ে দেখা গেছে, প্রতিমণ জিরা মিনিকেট ধান বিক্রি হচ্ছে সাড়ে ৮শ’ টাকা করে। এ ছাড়া বিআর-২৮ এবং বিআর-২৯ ধান বিক্রি হচ্ছে প্রতিমণ ৮শ’ ৩০ টাকায়। পুলেরহাট বাজারে ধান বিক্রি করতে আসা সদরের গোয়ালন্দ গ্রামের আব্দুর রাজ্জাক বলেন, গত বছর বোরো ধান ওঠার সময় প্রতিমণ ধান বিক্রি হয়েছিল সাড়ে ৫শ’ থেকে সাড়ে ৬শ’ টাকায় বিক্রি হয়েছিল। এবার ধান ওঠার সময়ই প্রতিমণ ধান বিক্রি করতে পারছেন ৮শ’ টাকার ওপর। এতে তারা খুশি।
×