ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

আইপিএল

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে কলকাতা

প্রকাশিত: ০৭:৩৬, ২০ এপ্রিল ২০১৬

পাঞ্জাবকে হারিয়ে শীর্ষে কলকাতা

স্পোর্টস রিপোর্টার ॥ কিংস ইলেভেন পাঞ্জাবকে সহজেই ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। মঙ্গলবার রাতে চ-িগড়ের মোহালির পাঞ্জাব ক্রিকেট এ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩৮ রান করে স্বাগতিক পাঞ্জাব। ১৩৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে (১৪১ রান) পৌঁছে যায় কলকাতা। এই ম্যাচে তেমন সুবিধা করতে পারেননি বাংলাদেশী তারকা সাকিব আল হাসান। চার নম্বরে ব্যাটিংয়ে এসে বিশ্বসেরা অলরাউন্ডার ১৫ বলে মাত্র ১১ রান করে আউট হন। আর বল হাতে চার ওভারে ২৮ রান খরচায় কোন উইকেট পাননি সাকিব। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে কলকাতা। চার ম্যাচে তিন জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট গাম্ভীর বাহিনীর। সমান পয়েন্ট নিয়ে রানরেটে দ্বিতীয় স্থানে নতুন দল গুজরাট লায়ন্স। টস জিতে কলকাতার অধিনায়ক গৌতম গাম্ভীর ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে এসে পাঞ্জাবের দুই ওপেনার মুরালি বিজয় ও মানান বোহরা ভাল শুরুর ইঙ্গিত দিলেও দলীয় ২১ রানে বোহরা বিদায় নিলে আর ঘুরে দাঁড়াতে পারেনি ডেভিড মিলারের দল। কলকাতার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের মধ্যে শন মার্শ ও বিজয় ছাড়া আর কেউই সুবিধা করতে পারেননি। ফলে ১৩৮ রানে থেমে যায় পাঞ্জাবের ইনিংস। দলের পক্ষে মার্শ সর্বোচ্চ অপরাজিত ৫৬ ও বিজয় ২৬ রান করেন। কলকাতার মরনে মরকেল ও সুনীল নারিনে ২টি করে উইকেট লাভ করেন। লক্ষ্য তাড়া করতে নামা কলকাতার কাজটা সহজ করে দেন দুই ওপেনার রবিন উত্থাপা ও অধিনায়ক গৌতম গাম্ভীর। দু’জনে উদ্বোধনী জুটিতে ৮২ রান করে জয়ের ভিত গড়ে দেন। এরপর দলীয় ১১০ রানের মধ্যে ৩ উইকেট হারালেও জয় পেতে সমস্যা হয়নি কেকেআরের। ১৭ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে (১৪১ রান) কলকাতা। স্কোর ॥ পাঞ্জাব-১৩৮/৮ (২০ ওভার); মার্শ ৫৬*, বিজয় ২৬, এ্যাবোট ১২*; মরকেল ২/২৭, নারিনে ২/২২ কলকাতা-১৪১/৪ (১৭.১ ওভার); উত্থাপা ৫৩, গাম্ভীর ৩৪, পান্ডে ১২, ইউসুফ পাঠান ১২*; প্যাটেল ২/১৯, প্রদীপ ২/১৮ ফল ॥ কলকাতা ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ রবিন উত্থাপা (কলকাতা)।
×