ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মোটর শোভাযাত্রা নিষিদ্ধ পশ্চিমবঙ্গে ৩৪ নির্বাচন কর্মকর্তা অপসারণ

প্রকাশিত: ০৩:৫২, ১৯ মার্চ ২০১৬

মোটর শোভাযাত্রা নিষিদ্ধ পশ্চিমবঙ্গে ৩৪ নির্বাচন কর্মকর্তা  অপসারণ

ভারতের নির্বাচন কমিশন (ইসি) বৃহস্পতিবার রাতে পশ্চিমবঙ্গের নির্বাচন সংশ্লিষ্ট এক জেলা ম্যাজিস্ট্রেট ও পুলিশের চার সুপারিনটেনডেন্টসহ (এসপি) ৩৪ কর্মকর্তাকে অপসারণ করেছে। রাজ্যের মুখ্য সচিব বাসুদেব ব্যানার্জী বলেছেন, সিদ্ধান্ত শুক্রবার থেকে কার্যকর হয়েছে। খবর বাসসর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন ও পর্যবেক্ষণের জন্য নির্বাচন কমিশন শুক্রবার পাঁচটি বিশেষ দল পাঠিয়েছে। পাঞ্জাব, কর্নাটক, হিমাচল প্রদেশ, ছত্তিশগড় ও দিল্লীর সিইও (মুখ্য নির্বাচনী অফিসার) এসব দলের নেতৃত্বে রয়েছেন।
×