ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্যাংকারদের দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ভারতে

প্রকাশিত: ০৪:১৬, ১৪ মার্চ ২০১৬

ব্যাংকারদের দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র হচ্ছে ভারতে

অর্থনৈতিক রিপোর্টার ॥ বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও ব্যাংকারদের দক্ষতা বাড়াতে আঞ্চলিক প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও ভারতের যৌথ উদ্যোগে এ সেন্টার নির্মাণ করা হবে। বাংলাদেশও এ উদ্যোগে অংশ নিতে পারবে। এনডিটিভিসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, নয়াদিল্লীতে ‘সাউথ এশিয়া রিজিউনাল ট্রেনিং এ্যান্ড টেকনিক্যাল এসিস্টেন্স সেন্টার’ নামে এই প্রশিক্ষণ সেন্টার গড়ে তোলা হবে। এ নিয়ে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি ও আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিশ্চিনে লাগার্দে শনিবার সমঝোতা স্মারক সই করেছেন। নয়াদিল্লীতে দুই পক্ষের মধ্যে এই সই হয়। বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কা এ উদ্যোগের আওতায় আসার ব্যাপারে একমত হয়েছে। লাগার্দে বলেন, এ ধরনের উদ্যোগ নেয়া এবং ভারতে এর আয়োজন করার প্রস্তাব দেয়ার জন্য আমি আইএমএফের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অর্থমন্ত্রী অরুণ জেটলিসহ ভারত সরকারকে বিশেষ কৃতজ্ঞতা জানাই। বেসরকারী প্রতিষ্ঠানের কর্মী ও ব্যাংকারদের দক্ষতা বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রথম। এটা আইএমএফ ও ভারতের জন্য একটা ভবিষ্যত মডেল হয়ে থাকবে।
×