ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ময়নার দাফন

প্রকাশিত: ০৪:১৮, ১১ মার্চ ২০১৬

সাতক্ষীরায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা ময়নার দাফন

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ জেলা আওয়ামী লীগের সহসভাপতি, প্রবীণ রাজনীতিক মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়নাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটায় শহরের সুলতানপুর ক্লাব মাঠে সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ আব্দুল সাদী রাষ্ট্রের পক্ষে তার মরদেহ জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত করেন। পরে সদর থানার এএসআই কালামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এরপর জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তালা-কলারোয়ার সাবেক সংসদ সদস্য মুক্তিযোদ্ধা শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তালা-কলারোয়ার সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতি, সদর উপজেলা চেয়ারম্যার আসাদুজ্জামান বাবু, আশাশুনি উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম, কলারোয়া উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপনসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, সাতক্ষীরা প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তার মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উল্লেখ্য, বুধবার দুপুর ১২টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযোদ্ধা শেখ আবু নাসিম ময়না। গাজীপুরে অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের সাজা নিজস্ব সংবাদদাতা, গাজীপুর, ১০ মার্চ ॥ গাজীপুরে অস্ত্র মামলায় এক যুবককে ১৭ বছরের সশ্রম কারাদ- দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ইকবাল হোসেন এ রায় প্রদান করেন। দ-প্রাপ্ত আসামির নাম আব্বাস আলী। সে গাজীপুর সিটি কর্পোরেশনের টেকনগপাড়া এলাকার আক্কাস আলী ওরফে আমজাদ আলী ওরফে ফালাইনার ছেলে। গাজীপুরের কোর্ট ইন্সপেক্টর রবিউল ইসলাম জানান, ১৯৯৯ সালের ৯ সেপ্টেম্বর সকালে জয়দেবপুর থানাধীন চান্দনা চৌরাস্তা সংলগ্ন নিরিবিলি হোটেলের সামনে ঢাকা-ময়মনসিংহ সড়কের ট্রাকস্ট্যান্ড এলাকা থেকে ছয় রাউন্ড গুলিভর্তি দেশীয় একটি রিভলবারসহ আব্বাস আলীকে আটক করা হয়। নেত্রকোনায় পুলিশের বিরুদ্ধে গৃহকর্মীর ধর্ষণ মামলা নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১০ মার্চ ॥ গৃহকর্মীকে (১৫) ধর্ষণের অভিযোগে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার গৃহকর্মী নিজেই বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযুক্ত কনস্টেবলের নাম তানভীর আহমেদ। সে নেত্রকোনা পুলিশ লাইনে কর্মরত। মামলার অভিযোগে বলা হয়, স্থানীয় পুলিশ লাইনের কনস্টেবল তানভীর আহমেদ তার স্ত্রীকে নিয়ে শহরের কাইলাটি এলাকার এক বাসায় ভাড়া থাকেন। তার স্ত্রী জান্নাতুলও কোর্ট পুলিশের কনস্টেবল হিসেবে কর্মরত। গত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তারা ওই গৃহকর্মীকে কাজে নিয়োগ দেন। গত ৩ মার্চ দুপুরে স্ত্রী কর্মস্থলে গেলে তানভীর আহমেদ ওই গৃহকর্মীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করে। সৈয়দপুরে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সৈয়দপুর উপজেলার সানফ্লাওয়ার স্কুল এন্ড কলেজের গভর্ণিং বডির সভাপতির দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে অপসারণ দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন কর্মসূচিতে যোগ দেয় শিক্ষার্থীদের অভিভাবকসহ স্থানীয়রা। শহীদ ডা. জিকরুল হক সড়কে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। এসময় সিটি স্কুল এন্ড কলেজের স্বত্বাধিকারী কাজী ময়নুল হকের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দুর্নীতিবাজ সভাপতির অপসারণ দাবি করেন অভিভাবক আবুল হোসেন, সাবেক ওয়ার্ড কাউন্সিলর রাজু আহমেদ, মুকুল হোসেন ও কাজী ময়নুল হক। শাহজাদপুরে হুইল চেয়ার বিতরণ সংবাদদাতা, শাহজাদপুর, সিরাজগঞ্জ, ১০ মার্চ ॥ চাইল্ড সাইট ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে ৩০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রতিষ্ঠানের রামবাড়ী খঞ্জন্দিয়ার কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উপজেলার ৩০ জন প্রতিবন্ধী শিশুর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এমএ মুহিত।
×